চিকিৎসা

ওমিক্রনের ১০ টি গুরুত্বপূর্ণ উপসর্গ, এগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

বর্তমান সময়ে যে ভয়ঙ্কর শব্দটা আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা হলো ওমিক্রনওমিক্রন সাধারণ করোনা থেকে বেশি ছোঁয়াচে। কিন্তু এতে ক্ষতির পরিমান খুব কম। সে ক্ষতির পরিমান কম হলেও আপনাকে নিজেকে সাবধানে রাখতে হবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সকলের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন।

আজ আমরা দেখে নেব ওমিক্রনের ১০ টি গুরুত্বপূর্ণ উপসর্গ, যেগুলো হলে আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে এবং অবশ্যই চিকিৎসের পরামর্শ নিয়ে চলতে হবে।

প্রথম, আপনার যদি খুব সহজে ক্লান্তি বোধ হয় তবে সতর্ক হন এটি ওমিক্রনের উপসর্গ হতে পারে।

দ্বিতীয়, আপনার যদি কোমরের নীচের অংশ প্রচন্ড পরিমানে ব্যথা থাকে তবে এটি ওমিক্রন থেকে হতে পারে।

তৃতীয়, যদি আপনার হঠাৎ শ্বাস-প্রশ্বাসের অসুবিধা দেখা দেয় তবে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।

চতুর্থ, রাতে শোবার পর আপনি যদি ঘামতে থাকেন তবে এটিও একটি উপসর্গ হতে পারে।

পঞ্চম, আপনার শরীরে হঠাৎ দাগ দেখা দিলে বা আপনার ঠোঁট নীল হয়ে আসলে ডাক্তারের পরামর্শ নিন।

ষষ্ঠ, আপনার নখ যদি নীল বা ধূসর বর্ন ধারন করে তবে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

সপ্তম, আপনার শরীরে যদি চুলকনি জাতীয় কোনো লক্ষন দেখা দেয় তবে এটিও ওমিক্রনের ফলে হতে পারে।

অষ্টম, হঠাৎ সর্দি বা নাক বন্ধ হয়ে গেলে সাবধানতা অবলম্বন করুন। যদিও এটি সাধারণ কারনেও হতে পারে।

নবম, গলাব্যথাকে একটি মুখ্য উপসর্গ হিসেবে দেখা হচ্ছে।

দশম, অকারনে চোখে জল আসাও ওমিক্রনের একটি উপসর্গ হতে পারে।

নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। গুজব ছড়াবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button