১০ টি অজব সত্য
ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি অবাক করা ১০ টি অজব সত্য। যেগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য। চলুন তবে জেনে নেওয়া যাক, ১০ টি অবাক করা এবং মজাদার তথ্য~
১) গ্রিস দেশের অর্থাৎ গ্রীক জাতীয় সঙ্গীতে ১৫৮ টি স্তবক রয়েছে। যেখানে ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ৫ টি করে এবং আমেরিকা এবং কানাডার জাতীয় সঙ্গীতে ৪ টি করে স্তবক রয়েছে।
২) আমরা সাধারণত কোনও ফল খাওয়ার সময়ে তার বীজটি আলাদা করে ফেলে দি। কিন্তু আপনারা কি জানেন যে পৃথিবীর সব থেকে বড় কোন বীজটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। জানেন না তো, সেটি হলো মালদ্বীপের কোকোনাট অথবা নারকেল।
৩) আমাদের সেরিব্রাম আপনাদের মস্তিকের প্রতিটি কোষে আমাদের অনুভূতির সংকেত দিয়ে দেয় খুব তাড়াতাড়ি। যে কারণে আমরা কখনও নিজেরা নিজেকে সুড়সুড়ি বা কাতুকুতু দিতে পারিনা। কারন সেরিব্রাম আগেই আমাদের মস্তিককে জানিয়ে দেয় যে সুড়সুড়ি বা কাতুকুতু দেওয়া হবে, তাই আমরা সেটা অনুভব করতে পারিনা। বিশ্বাস না হলে নিজেই করে দেখুন।
৪) মধু একমাত্র খাদ্য যা কখনও নষ্ট হয়না।
৫) হামিং বার্ড একমাত্র পাখি যা পেছনের দিকে উড়তে পারে।
৬) একটি সাধারন পেনসিল দিয়ে যদি দাগ টানা হয়, সেটি ৩৫ কিলোমিটার পর্যন্ত দাগ টানতে পারবে।
৭) মাধ্যাকর্ষ না থাকার কারণে মহাকাশচারী দের মহাকাশে লম্বা দেখায়।
৮) একটি উটপাখির চোখ তার মস্তিষ্কের থেকেও বড়ো হয়ে থাকে।
৯) আপনি একটানা কতক্ষন ঘুমোতে পারবেন! জানেন কি, একটি শামুক একটানা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত ঘুমোতে পারে।
১০) আপনারা কি জানেন লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি মোনালিসার মুখে কি নেই? ভালো করে লক্ষ্য করে দেখবেন, তার মুখে ভ্রু নেই।
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ঃ- Whatsapp