১৫ টি আজব সত্য
আজ আমরা আবারও চলে আসলাম কিছু মজাদার সত্য নিয়ে, যেগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য।
১) আমরা যে সিনেমা দেখি তার মধ্যে যে গাড়ি অ্যাক্সিডেন্ট গুলো দেখানো হয়, সেগুলো বেশিরভাগই ছোটো ছোটো খেলনারগাড়ি দিয়ে করা হয়।
২) ২ রা নভেম্বর ২০০০ এই দিনে সকলে একসঙ্গে পৃথিবীতে ছিল। কারণ তার পর থেকে কেউ না কেউ পৃথিবীর বাইরে থাকা স্পেস স্টেশনে অবস্থান করেছে।
৩) Hanako নামের একধরনের মাছ রয়েছে, যে ২০০ বছরের বেশি বাঁচতে পারে। স্বাভাবিকভাবে মাছ ১০-২০-৩০ বছরের বেশি বাঁচে না।
৪) ডিকসনারিতে প্রতি বছর ১ হাজার-এরও বেশি নতুন শব্দ যোগ হয়।
৫) আপনি কি জানেন, আপনি খালি চোখে রাতের বেলা ৫ টি গ্রহ কে দেখতে পারেন? সেগুলি হলো- বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, বাকি গ্রহ দেখতে টেলিস্কোপের সাহায্য নিতে হবে আপনাকে।
৬) আপনার মনে হতে পারে মঙ্গল গ্রহ লাল। কিন্তু আপনি কি জানেন মঙ্গল গ্রহের মাটি খুঁড়লে সাদা পাথরের গুঁড়ো বের হয়।
৭) একটা মানুষের শরীরে যত হাড় থাকে সেগুলো প্রতি ১০ বছরে চেঞ্জ হয়। মানে একা একাই খুব ধীরে পরিবর্তিত হয়ে যায়।
৮) আমাদের এখানে রামধনু দেখা গেলে কতক্ষনের জন্য দেখা যায়? দশ পনেরো মিনিট বা তার একটু কম। কিন্তু Northern Taiwan এ একবার রামধনু উঠেছিল, যার স্থায়ীত্ব ছিল ৮ ঘন্টা ৫৮ মিনিট। যা হয়েছিল ২০১৭ সালের ৩০ এ নভেম্বরে।
৯) লিভার এমন একটি অঙ্গ যেটা যদি ৭৫% কেটেও দেওয়া হয় তবুও বাকি ২৫% আপনা থেকেই বাকি ৭৫% তৈরি করে নিতে পারে।
১০) Cat Eye Syndrome এমন একটি রোগ। যেটি হলে মানুষের চোখ বিড়ালের মতো হয়ে যায়। এটি অনেকের জন্ম থেকেই হয়।
১১) আমরা যেরকম অনেক সময় দেখি অনেক গুলো রোড একটি নির্দিষ্ট জাগায় যুক্ত হয়। ঠিক সেভাবেই পৃথিবীর এমন কিছু ব্রীজ রয়েছে যেগুলে একই জায়গায় যুক্ত হয়েছে।
১২) লেডি গোল্ড বাক বলে এক ধরনের পোকা রয়েছে যেগুলো দূর থেকে দেখতে হুববু সোনার টুকরোর মতো লাগে।
১৩) রেনবো ইউথক্যারিপটাস এমন একটি গাছ যার মধ্যে রামধনুর সাতটি রং দেখা যায়। একটি গাছে সাতটি রং।
১৪) যদি আপনি সূর্য থেকে আসা আলোকে বন্ধ করে দেন। তবে আকাশকে আপনি কালো দেখবেন। এবং দিনের বেলা তারা দেখতে পাবেন রাতের মতন।
১৫) USA এর যে জাতীয় পতাকা রয়েছে, সেটি তৈরি করেছিল, ROBERT B HEFT. যখন ভদ্রলোক ১৭ বছরের ছিল তখন সে এটা তৈরি করে।
এরকম আরো মজাদার তথ্যের জন্য আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- WhatsApp