BSNL offer: বিএসএনএল এর ধামাকাদার অফারের কাছে ঘেঁষতে পারবে না কেউ, ২০০ টাকায় ৩ মাস ভ্যালিডিটি রোজ ২ জিবি করে ডেটা
আপনি কি BSNL এর একজন গ্রাহক? তবে এই খবরটি আপনার জন্য। BSNL এর গ্রাহকদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। বর্তমানে ভারতের বিভিন্ন টেলিকম কোম্পানগুলির সাথে ফের নতুন করে প্রতিযোগিতায় নেমেছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা BSNL। ২০২১ সালের শেষের দিকে ভারতের Jio, Airtel, VI সহ অন্যান্য সুপরিচিত টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে, এই মূল্যবৃদ্ধির কারণে অনেক গ্রাহকই মুখ ফিরিয়েছে এই টেলিকম কোম্পানিগুলির থেকে। আর তাতেই ফের অন্যান্য কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায় নাম লেখানোর সুযোগ করে নিয়েছে BSNL
গ্রাহকদের মন পেতে বাজারে সস্তায় বিভিন্ন সুবিধা সহ রিচার্জ প্যাক এবং অফার লঞ্চ করেছে BSNL। আর এই প্ল্যানগুলোতে গ্রাহকরা পেয়ে যাতে চলেছেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা সহ দৈনিক ডেটা এবং এসএমএস এর সুবিধা তাও এত স্বল্পমূল্যে যে তা সম্পূর্ণভাবে গ্রাহকদের চিন্তার বাইরে। আর আজ আমরা আপনাদের জন্য BSNL-এর এমনই একটি অফারে ব্যাপারে বিস্তারিত খবর নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা পেয়ে যাবেন দৈনিক ২ জিবি ডেটা আর এর জন্য আপনাকে প্রতিদিন মাত্র ২ টাকা খরচ করতে হবে (BSNL offer)।
চলুন তবে BSNL এর এই রিচার্জ প্যাকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক:-
BSNL এর ১৯৭ টাকার রিচার্জ প্ল্যান:- BSNL এর এই প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০ দিনের বৈধতা সহ যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা তাও মাত্র ১৯৭ টাকার বিনিময়ে। এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন দৈনিক ২ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএসের সুবিধা। টাকা এবং বৈধতার হিসেব অনুসারে এই ২ জিবি ডেটার জন্য আপনাকে প্রতিদিন ২ টাকার চেয়েও কম অংকের টাকা খরচ করতে হবে। সুতরাং যারা কম টাকার বিনিময়ে অধিক বৈধতা এবং সুবিধা দুটিই পেতে চান তারা নিঃসন্দেহে BSNL এর এই ভাউচারটি রিচার্জ করতে পারেন।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।