সরকারি প্রকল্প

ই-শ্রম কার্ড থাকলে আপনি পাবেন ২০ টি সরকারি প্রকল্পের সুবিধা, জেনে নিন বিস্তারিত । 20 Govt. Scheme for E-Shram Card Holders

আপনাদের যাদের ই-শ্রম কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। এখন ই-শ্রম কার্ড থাকলে মাসিক ভাতার পাশাপাশি পেয়ে যাবেন প্রায় ২০ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের সুবিধা (20 Govt. Scheme for E-Shram Card Holders)। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবছর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ই-শ্রম (E-Shram) কার্ড প্রকল্প চালু করেন। যার মাধ্যমে কার্ড প্রাপকদের (Holder) মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। সম্প্রতি, এই কার্ড হোল্ডারদের জন্য এই ভাতার পাশাপাশি আরও অনেক সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক এই প্রকল্পগুলো সম্বন্ধে –

এই প্রকল্পগুলোকে প্রথমে দুভাগে ভাগ করা হয়েছে –
১) সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্প (Social Security and Welfare Schemes)
২) র্মসংস্থান সম্পর্কিত প্রকল্প (Employment Schemes)

• প্রথমে সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করা যাক –

১. প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা (PM-SYM)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• অসংগঠিত শ্রমিক যেমন – ফুটপাত বিক্রেতা, কৃষিক্ষেত্রে (Agriculture ) বা নির্মাণকাজে কর্মরত শ্রমিক, চর্মশিল্প অথবা তাতশিল্পে কাজ করা শ্রমিক, মিড-ডে-মিল কর্মীরা, রিক্সাচালক, অটোচালক, আবর্জনা সংগ্রহকারী, কাঠমিস্ত্রি, জেলে যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবে।
• বয়স ১৮-৪০ এর মধ্যে হতে হবে।
• মাসিক আয় ১৫০০০ এর কম হতে হবে এবং EPFO/ESIS/NPS (সরকারি অর্থসাহায্যপ্রাপ্ত ) এর সদস্য হওয়া চলবে না।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• ৬০ বছর বয়স থেকে ওই প্রকল্পের উপভোক্তারা নূন্যতম ৩০০০ টাকা করে মাসিক পেনশন পাবে।
• উপভোক্তার মৃত্যু হলে তার স্ত্রী /স্বামী অর্ধেক মাসিক পেনশন পাবেন।
• স্বামী স্ত্রী দুজনেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হলে তারা যৌথভাবে (Jointly) ৬০০০ টাকা করে মাসিক পেনশন পাবেন।

২. ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার্স অ্যান্ড দ্য সেলফ-এমপ্লয়েড পারসন্স (NPS)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• দোকানদার কিংবা রেস্টুরেন্ট,হোটেল, খুব ছোট দোকান (petty), রিয়াল এস্টেট ব্রোকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।
• বয়স ১৮-৪০ এর মধ্যে হতে হবে।
• EPFO/ESIC/PM-SYM এইসব প্রকল্পের আওতাভুক্ত হলে চলবে না
• বার্ষিক টার্নওভার ১.৫ কোটির বেশি হলে চলবে না।

• প্রকল্পের সুবিধা (Benefits)
প্রকল্পের উপভোক্তারা ৬০ বছর বয়স থেকে নূন্যতম ৩০০০ টাকা করে মাসিক পেনশন পাবেন।

৩. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা (PMJJBY)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• বয়স ১৮-৫০ এর মধ্যে হতে হবে।
• জনধন বা আধার লিংক করা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
• ব্যাংক অ্যাকাউন্ট থেকে Auto-debit এ সম্মতি (consent) দিতে হবে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• দুর্ভাগ্যবশত যেকোনো কারণে উপভোক্তার মৃত্যু হলে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
• বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম দিতে হবে।

৪. প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• ১৮-৭০ বছর বয়সের মধ্যে হতে হবে।
• জনধন বা আধার লিংক করা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
• ব্যাংক অ্যাকাউন্ট থেকে Auto-debit এ সম্মতি (consent) দিতে হবে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• যেকোনো কারণে মৃত্যু বা সম্পূর্ণ অক্ষম (permanent disability) হলে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
• আংশিকভাবে অক্ষম হলে ১ লক্ষ টাকা দেওয়া হবে।
• বছরে ১২ টাকা করে প্রিমিয়াম দিতে হবে।

৫. অটল পেনশন যোজনা

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• ১৮-৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
• আধার লিংক করা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

• প্রকল্পের সুবিধা (Benefits)

• প্রকল্পের উপভোক্তা নিজের ইচ্ছে অনুযায়ী হয় মাসিক ১০০০-৫০০০ টাকা অবধি পেনশন নিতে পারেন অথবা তার মৃত্যু হলে তার মোট প্রাপ্য (Accumulated) পেনশনের টাকা একেবারে তার স্বামী /স্ত্রীর (Spouse) এর উদ্দেশ্যে রেখে যেতে পারেন।
• যদি তার স্বামী/স্ত্রীও মারা যান তাহলে সর্বমোট পেনশনের টাকা তার নমিনী (Nominee) পাবেন।

৬. PDS

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• দরিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলো এই প্রকল্পে আবেদনের যোগ্য।
• যেই পরিবারের ১৫-৫৯ বছর বয়সের মধ্যে কোনো সদস্য নেই
• যেই পরিবারে একজন শারীরিকভাবে অক্ষম (disabled) সদস্য রয়েছে তারাও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে এই প্রকল্পের সুবিধা নিতে পারে।
• যাদের কোনো স্থায়ী চাকরি নেই এবং দৈনিক শ্রমমূলক কাজ করে যারা জীবিকানির্বাহ করেন।

• প্রকল্পের সুবিধা (Benefits)

• দরিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলোর জন্য প্রতি মাসে ৩৫ কেজি চাল অথবা গম এবং দরিদ্রসীমার উপরে থাকা পরিবারগুলোর জন্য প্রতি মাসে ১৫ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
• ONORC দ্বারা কার্যকর করা হয়েছে যে ভিনরাজ্যে কাজ করা শ্রমিকরা যেখানে কাজ করছেন সেখান থেকেই খাদ্যসামগ্রী নিতে পারবেন।

৭. প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ (PMAY-G)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• যেকোনো পরিবার যেখানে কোনো সদস্যের স্থায়ী (Parmanent) চাকরি নেই এবং শুধুমাত্র সাধারণ শ্রমের সঙ্গে যুক্ত

অথবা, যেকোনো পরিবার যেখানে ১৯-৫৯ বছর বয়সের মধ্যে কোনো সদস্য নেই

অথবা, যেকোনো পরিবার যেখানে একজন শারীরিকভাবে অক্ষম (Disabled) ব্যক্তি আছে, তারাও এই প্রকল্পে আবেদনের যোগ্য।

• যাদের কোনো স্থায়ী চাকরি নেই এবং দৈনিক শ্রমমূলক কাজ করে যারা জীবিকানির্বাহ করেন।

• প্রকল্পের সুবিধা (Benefits)

• বাড়ি বানানোর জন্য প্রকল্পের উপভোক্তাদের সমতল এলাকায় ১ লক্ষ ২০ হাজার টাকা ও পাহাড়ি এলাকায় ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়।

৮. ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (NSAP)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• যেকোনো মানুষ যার নিজের খুবই সামান্য ইনকাম অথবা কোনোরকম নিয়মিত অর্থ উপার্জনের উৎস নেই কিংবা তার পরিবার বা অন্যান্য উৎস থেকেও কোনো আর্থিক সাহায্যের অধিকারী নন।

• প্রকল্পের সুবিধা (Benefits)

• বয়স গ্রুপের ভিত্তিতে ৩০০ থেকে ৫০০ টাকা করে কেন্দ্রীয় সরকারের সাহায্য
• রাজ্যের সাহায্যের ওপর ভিত্তি করে মাসিক ১০০০-৩০০০ টাকা অবধি মাসিক পেনশন।

৯. আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)

• SC/ST পরিবারগুলি এই প্রকল্পে আবেদনের যোগ্য।
• যেই পরিবারগুলোতে ১৬-৫৯ বছর বয়সী কোনো পুরুষ সদস্য নেই।
• ভিক্ষুকরা

• প্রকল্পের সুবিধা (Benefits)
বার্ষিক ৫ লক্ষ টাকার হেলথ প্যাকেজের মাধ্যমে প্রকল্পের আওতাভুক্ত পরিবারগুলো চিকিৎসা করাতে পারবে।

১০. হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর ওয়েভার্স (HIS)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• যাদের অর্ধেক ইনকাম তাঁতশিল্প থেকে আসে।
• সকল পুরুষ ও মহিলা তাঁতি এই প্রকল্পে আবেদনের যোগ্য।

• প্রকল্পের সুবিধা (Benefits)
উপভোক্তারা তাদের আগে থেকে থাকা রোগ এবং নতুন কোনো রোগ হলে তার চিকিৎসার জন্য ১৫০০০ টাকার প্যাকেজের থেকে চিকিৎসা করাতে পারবেন। টাকার বন্টন বেনিফিসিয়ারির শারীরিক অবস্থার ওপর নির্ভর করে দেওয়া হবে। যেমন –

মা হলে (প্রথম দুটি সন্তানের জন্য ) – ২৫০০ টাকা
চোখের চিকিৎসার জন্য – ৭৫ টাকা
চশমার জন্য – ২৫০ টাকা
আবাসিক হাসপাতালে ভর্তি হলে – ৪০০০ টাকা
আয়ুর্বেদিক /উন্নানি /হোমিওপ্যাথিক /সিদ্ধা এর জন্য – ৪০০০ টাকা
হাসপাতালে ভর্তি হলে ( আগে বা পরে দুটো ক্ষেত্রেই ) – ১৫০০০ টাকা
বাচ্চার জন্য – ৫০০ টাকা
OPD এবং limit per illness এর জন্য – ৭৫০০ টাকা

১১. প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• ছোট এবং প্রান্তিক (Marginal) কৃষক হতে হবে।
• প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় বয়স ১৮-৪০ এর মধ্যে হতে হবে।
• ২ হেক্টর অবধি চাষযোগ্য জমি থাকতে হবে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলের জমি সংক্রান্ত রেকর্ড অনুযায়ী।

• প্রকল্পের সুবিধা (Benefits)
নিশ্চিত মাসিক ৩০০০ টাকা করে পেনশন।

১২. ন্যাশনাল সাফাই কর্মচারীস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSKFDC)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• সাফাই কর্মচারী ও মেথররা এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• সাফাই কর্মচারী, মেথরদের আর্থিক সহায়তা প্রদান

১৩. সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ফর রিহ্যাবিটেশন অফ ম্যানুয়াল স্ক্যাভেন্জার্স

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• চিহ্নিত মেথর যাদের এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৪০,০০০ টাকা দেওয়া হবে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• ম্যানুয়াল স্ক্যাভেন্জার্সদের ও তাদের dependents দের NSKFDC দ্বারা আয়োজিত বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে তাদের পছন্দের বিষয়ে স্কিল ট্রেনিং দেওয়া হবে।
• মাসিক ৩০০০ টাকা বা NSKFDC প্রেরিত এইরকম পরিমানের টাকা প্রতিমাসে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে।

এবার কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্পগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক –

১৪. MGNREGA

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• গ্রামীণ এলাকায় বাস করা ১৮ বছর বয়সের ঊর্দ্ধে যেকোনো মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• আবেদনকারীকে ১৫ দিনের মধ্যেই বিভিন্ন কাজে নিয়োগ করা হবে (যেভাবে সে আবেদন করেছে সেভাবেই তাকে কাজ দেওয়া হবে )
• প্রতি পরিবার পিছু ১০০ দিনের সীমা বেঁধে দেওয়া হয়েছে।
• মজুরি হার (২২০) বাড়ানো হয়েছে।

১৫. দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (DDU-GKY)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• ১৫-৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
• মহিলাদের জন্য এবং অক্ষমতা যুক্ত মানুষদের নিয়ে গঠিত গ্রুপগুলোর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ করা হয়েছে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
এই প্রকল্পের মাধ্যমে গরিব গ্রামীণ যুবক-যুবতীদের বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে নিয়মিত মাসিক বেতনবিশিষ্ট বিভিন্ন কাজ প্রদান করা হয়।

১৬. গরিব কল্যাণ রোজগার যোজনা

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• ২৫ টি কর্মক্ষেত্রে যেমন – পিএম কুসুমের কাজে,গোশালায়,পোল্ট্রিফার্মে,ছাগলের কাজে,শ্যামা প্রসাদ RURBAN মিশনে, জাতীয় সড়কগুলির নির্মাণকার্যে ও কুয়োগুলোর নির্মাণকার্যে কর্মরত শ্রমিকেরা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষেরা এই প্রকল্পে আবেদন করতে পারে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
এই প্রকল্পে আওতাভুক্তদের ১২৫ দিনের জন্য কাজ দেওয়া হয় ।

১৭. দীন দয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা (ডে)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• যেকোনো ভারতীয় নাগরিক যিনি দক্ষতার (ট্রেনিং) নিতে ইচ্ছুক।

• প্রকল্পের সুবিধা (Benefits)
এই প্রকল্পের মাধ্যমে ভারতীয়দের দক্ষতার বৃদ্ধি ঘটানো গরিব মানুষদের আর্থিক ও সামাজিক সাহায্য করে তাদের নিজস্ব ব্যবসার ব্যাপারে উৎসাহিত করা হয়।

১৮. পিএম SVANidhi

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• শহরাঞ্চলের লোকাল বডি দ্বারা ইস্যু করা ব্যবসার (Vending) সার্টিফিকেট বা পরিচয়পত্র (ID card) প্রাপ্ত ফুটপাত বিক্রেতা এই প্রকল্পের অন্তর্ভুক্ত
• এছাড়া সেইসব ফুটপাত বিক্রেতা যাদের চিহ্নিত করা হয়েছে কিন্তু ব্যবসার (Vending) সার্টিফিকেট বা পরিচয়পত্র নেই তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• ১৫০০০ টাকা অবধি চলতি মূলধন বিষয়ক ঋণ পাওয়া যায়।
• এই প্রকল্প নিয়মিত পরিশোধ ও ডিজিটাল লেনদেন করতে উৎসাহিত করে।

১৯. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• দশম ও দ্বাদশ স্কুলছুটরা এই PMKVY প্রকল্পের মাধ্যমে তাদের নৈপুণ্য ও দক্ষতা বৃদ্ধি করতে পারে।
• ১৮-৪৫ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক ওই প্রকল্পে আবেদনের যোগ্য।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• উপলব্ধ দক্ষতা বিষয়ক উপায়গুলোর মধ্যে উপযুক্ত পথ বেছে নিতে যুবসমাজকে উৎসাহ প্রদান করা হয়।
• স্কিল ট্রেনিং ও সার্টিফিকেট পাওয়ার জন্য যুবসমাজকে সাহায্য করা হয়।
• প্রাইভেট সেক্টরে আরও বেশি যুবক-যুবতী যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য যথোপযুক্ত Skill সেন্টারগুলোকে প্রমোট করা হয়।
• ২০২০-২১ বর্ষে আট লক্ষ যুবক যুবতী এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে।

২০. প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP)

• কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ( Eligibility Criteria)
• ১৮ বছরের ঊর্দ্ধে যেকোনো নাগরিক এই প্রকল্পে আবেদনের যোগ্য।
• উৎপাদন ক্ষেত্রে (Manufacturing Sector) ১০ লক্ষের বেশি মূল্যবিশিষ্ট প্রজেক্টে ও ব্যবসা/চাকরি ক্ষেত্রে (Business/Service Sector ) 5 লক্ষ অর্থরাশি বিশিষ্ট প্রজেক্টগুলোতে অংশগ্রহণের জন্য নূন্যতম ক্লাস এইট পাশ হতে হবে।

• প্রকল্পের সুবিধা (Benefits)
• কর্মপ্রচেষ্টা বিষয়ক বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

যদি আপনার ই-শ্রম কার্ড রয়েছে তাহলে উপরোক্ত প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন। তাই আর দেরি না করে যেই যেই প্রকল্পগুলোতে আপনি আবেদনের যোগ্য সেগুলোতে আবেদন করুন এবং সরকারি প্রকল্পগুলোর সুযোগসুবিধা উপভোগ করুন।

• অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Link

এইরকম আরও সরকারি প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button