ঝলসানো রুটির পোড়া দিকটা আড়াল করে আছে ভিখারিটা।
তার পিচুটি চোখে ভোরের সন্ধান খুঁজতে লেগেছে লোভি মাছির দল।
সারিবদ্ধ ভাবে মিছিল চলেছে লাল পিঁপড়ের দল। খাবারের বিপ্লব বুকে করে। তুমি কেমন আছো?
রিমোট হাতে দেশ বিদেশের কচকচানি শুনে শুনে কান আর চোখ জোড়া ক্লান্ত। প্রেমের বুকটা এবার বিশ্রাম নেবে।
পার্কের বেঞ্চটা আর ভার বহন করতে পারছে না।
চেয়ারটার উত্তাপ সহ্য হয় না, কাজে ইস্তফা দেবো।
তার আগে তোমার ইচ্ছে গুলো পুরোন করে ফেলি। একগোছা লাল গোলাপ কিনে শহীদ বেদীতে দিয়ে আসি। ভোটের আগেই তো তুমি চলে গেলে।
জোড়া গুলির ফুটো কবর খুঁড়লেও বোজে নি। শুধু বুজে গেছে স্বপ্নের জোড়া চোখ।
কালো অন্ধকার রাতের মতো ওরা অভিসার করে। ছিঁড়ে দু-ফাঁক করে দেয় সংবিধানের পচা খোলসটা। সেই ফাঁকে উঁকি দেয় দেশমন্ত্রীর অন্যায় মুখ।
তেড়ে আসে বিপ্লবী দল ভুলকে আঁকড়ে ধরে বুকে।
সেই দেশমন্ত্রীর জন্য আন্দোলন করে পথে পথে লাউডস্পিকারে তোলে বক্তিতার ঝড়। বোকা শেয়ালের দল ঝাঁপ দেয় আগুনে, পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের আধার আগলে বসে থাকে দেশমন্ত্রীর দল। নেতা নেত্রী খুঁড়তে থাকে মৃত্যুর কবর।
প্রেম ভালোবাসা ত্যাগ সব কিছুর বদলে তুমি কি পেলে ?
এক জোড়া বুলেট।
কবরের নীচে, তুমি কেমন আছো !?
জানতে ইচ্ছে করে বার বার। তাই তো আনমনে আমি খুঁড়তে থাকি স্বপ্নের কবর। যেখান থেকে উঠে আসবে এক সত্যিকার বিপ্লবী। যার সারা অঙ্গে থাকবে মুক্তির রশ্মিছ্বটা আর বুকে থাকবে বিপ্লবের তাজা আঁচ।
|
“আকাঙ্ক্ষা সাহিত্য পত্রিকা” য় সকলকে স্বাগত। আপনি যদি লেখালেখির সঙ্গে যুক্ত হন তবে আহই যুক্ত হন আকাঙ্ক্ষা সাহিত্য পত্রিকায়। প্রতি শনিবার এই পত্রিকা প্রকাশিত হয়। লেখা পাঠান akankkhasahityapa[email protected] ইমেলে।
এবং “আকাঙ্ক্ষা সাহিত্য পত্রিকা” র হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ক্লিক করুন পাশে থাকা লিঙ্কে- WhatsApp
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
Download WB Job News Android App