আজ প্রথম তোমার উজ্জল মুখে, প্রেমহীন চোখ ! আকাঙ্ক্ষাহীন, তোমার কামনা ৷ কি জানি কি হয়েছে তোমার ? অমার প্রতি ৷ সে দিনের সপথ, করুণ পরিস্থিতি ৷৷ সব অছে মনে, জ্ঞানে-অজ্ঞানে সপ্নে দেখি ৷ প্রেমহীন তোমার শকতি ৷৷
এই পৃথিবীর প্রত্যেক সন্ধা কাটে আমার , যেন দূরন্ত অন্ধকার এ জীবনে গতি ! কাটে দিন,বিগত কিছু মুহুর্তের সন্ধান করি ৷ অমার বিশ্বাষ অসীম প্রেমের শেষে ৷৷ ঘটে যাবে আলাদ্দিনের মতো নতুনের কিছু ! বসন্ত আসবে সাথে প্রেমের ঋতু ৷৷
আজ আমি নিরুপায় ,তোমার থেকে বহু দূর ৷ যেন সূ-দূর অনালোক মাঝে, দেখেছি প্রমহীন তোমার ঐ দুটি চোখ ৷ প্রতি নিয়ত আমায় বিকশিত করে তোলে ৷৷ তোমার প্রেম সৃষ্ট পথ অপলক দৃষ্টিতে, আজো আছে চেয়ে আমার দিকে ৷৷
আমার প্রেমে পড়নি তুমি ৷ আমি জানি , অজানা স্মৃতির কোন অনুরাগে ৷ বিকশিত হয়েছে সৃষ্টি ৷ তুমি হওনি বিকশিত, এই প্রেমের অন্তঃহীন নিশ্বাসে, যা আছে আমার, যা ছিল তোমার একার ৷ দাও আমাকে মুক্ত করে ৷৷ |
এবং “আকাঙ্ক্ষা সাহিত্য পত্রিকা” র হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ক্লিক করুন পাশে থাকা লিঙ্কে- WhatsApp
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
Download WB Job News Android App