আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
• আবেদনের শেষ তারিখ:- ২৪ শে ডিসেম্বর, ২০২১
(ক) পোস্টের নাম:- রেডিওগ্রাফার।
• মোট শূন্যপদের সংখ্যা:- ১ টি ।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রেডিওগ্রাফি নিয়ে ডিপ্লোমা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৯,৩০০-৩৪,৮০০ টাকা।
(খ) পোস্টের নাম:- নার্স গ্রেড- ১ (নার্সিং সিস্টার)।
• মোট শূন্যপদের সংখ্যা:- ১ টি ।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে B.SC নার্সিং কোর্স করে থাকতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও OT তে মেডিকেল অথবা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৯,৩০০-৩৪,৮০০ টাকা।
(গ) পোস্টের নাম:- নার্স গ্রেড- ২ (স্টাফ নার্স)।
• মোট শূন্যপদের সংখ্যা:- ৬ টি ।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে B.SC নার্সিং কোর্স অথবা GNM নার্সিং কোর্স করে থাকতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৫,২০০-২০,২০০ টাকা।
(ঘ) পোস্টের নাম:- জুনিয়র অ্যাকাউন্টেন্ট।
• মোট শূন্যপদের সংখ্যা:- ২ টি ।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সের ডিগ্রী তার সঙ্গে ইংরেজি অথবা হিন্দিতে ১ মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৫,২০০-২০,২০০ টাকা।
(ঙ) পোস্টের নাম:- রিসিপশনিস্ট কাম টেলিফোন অপারেটর।
• মোট শূন্যপদের সংখ্যা:- ২ টি ।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখায় ডিগ্রি এবং তার সঙ্গে কম্পিউটারের দক্ষ হতে হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৫,২০০-২০,২০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অনলাইন থেকে নির্দিষ্ট ফরমে আবেদন পত্র টি ডাউনলোড করে তাকে A4 সাইজের কাগজে টাইপ করে প্রিন্ট আউট করে নিতে হবে। সেটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র পাঠাতে হবে স্পিড পোস্ট এর মাধ্যমে।
• আবেদন ফি:- এই সমস্ত পদগুলির জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০০ টাকা।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- To The Director, National Institute of Homeopathy, Block- GE, Sector- 3, Salt Lake, Kolkata- 700106
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট:- Link