আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পৌরসভা অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। Municipality Office Recruitment
(ক) পোস্টের নাম:- SAE (Civil)
• শূন্যপদের সংখ্যা:- ৫ টি ।
• যোগ্যতা:- এই পদের (পৌরসভা অফিসে কর্মী নিয়োগ) জন্য প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১১,০০০ টাকা।
আরও পড়ুন –
1- উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ
2. রাজ্যের খাদ্য ও পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ
3. শুরু হতে চলেছে জাগো প্রকল্প, এবার সকল মহিলা পাবে ৫০০০ টাকা
• আবেদন পদ্ধতি:- এই পদের (পৌরসভা অফিসে কর্মী নিয়োগ) জন্য আবেদনকারীদের আলাদা করে আবেদন করতে হবে না। সমস্ত বায়োডাটা ও সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরাসরি ইন্টারিউয়ের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে।
• ইন্টারভিউয়ের স্থান:- বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস।
• ইন্টারভিউয়ের তারিখ:- ৫ ই জানুয়ারি, ২০২২
• ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইম:- দুপুর ১২:৩০
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link