ভেঙে ফেললেতো মূর্তিটা ! ভালোই করেছো, এবার আমায় ভাঙো –
যদিও ভেঙেই আছি, আরও টুকরো করো – তোমার উদারতায়
অনু পরমাণু বেয়ে যদি মিলতে পারি একে ।।
তোমার ক্ষমতা অসীম !
সূর্য্যাটাকেও ভাঙো, আমাকে অর্ধেক দিও –
আমার ঘরে আঁধার, তাই আগে আসোনি বোধহয়
এবার নিমন্ত্রণ; জোৎস্না দেখাবো ধার করা সূর্যালোকে ।।
আমিও প্রার্থনা করি শক্তির !
ভাঙবো দেওয়াল, টপকে কাঁটাতার পৌঁছবো তোমার ঠিকানায় –
ভয় হয়, ভালোবেসে না ভেঙে ফেলি তোমার সাধের দেউলবাটি
তাই শান্ত থাকি –
ক্ষনিকের স্খলন লেখা হয়ে যাবে, মহাকালের হিসাবখাতায় ।।