Akankkha-sahitya-patrika

— যা ছিল ভাগ্যে ,তাই হয়েছে বারবার ৷৷

শত কষ্টের বাধন ছন্নছারা ,

দুয়ারে দুয়ারে আজ তারই পহরা ৷

নিশিথের পক্ষি যেমন কন্ঠক মর্জায়,

— ফোটায় ফোটার রক্ত ভেসেছে দুর্নিবার ৷৷

আহা ! কি দুর্বিসহ বিষ ব্যাথিত কায়,

অবারিত বিধিকারে বিধেছে হায় ৷

কি বিপ্লব, বৈভবে ললাট দ্বার !

— যা ছিল হবার, তাই- হয়েছে বারবার ৷৷

ঐ মন্ত্রনালয়ের মন্তব্য দায়ী হে জ্ঞানী,

সে কী বলবে তা আমি জানি ৷

পহরে পহরে আর কত কাল বাকি,

— কত অশ্রু সাগরে ডুব দিবি রে অনুরাগী ৷৷

ভক্ষিত, ক্ষুধা চেপে ৷ যে দেখেছে সামিয়ান,

কী তুমি গায়বে না গান !

কঠোর দুর্ভোগের – দরজায় একটি অসুখী প্রান,

চরম বাস্তবতা এসে দাড়ায়, অমৃত করে পান ৷

সাগর উপসাগর তটনী জোয়ারের ফেনায় ফেনায়

আজ আর কোন চিহ্ন নায় ৷

যারা ভাগ্যের রোশে আপন ভাগ্যকেই

গড়ে তুলেছে মহৎ- মহিয়ান ৷৷

জগতে তারাই সুখি,ভোগ করে সুখ সবার সমান৷৷