New-offer-of-BSNL

অনান্য টেলিকম সংস্থা গুলির সঙ্গে পাল্লা দিকে জোর কদমে সামনের দিকে এগিয়ে চলছে BSNL, কিছুদিন আগে পর্যন্ত যে BSNL কে কেউ পুছতো না। আজই সেই BSNL হয়ে উঠেছে সাধারণ মানুষের মুক্তির আশ্রয়।

অন্যান্য বেসরকারি সংস্থাগুলির মোবাইল রিচার্জের তুলনায় BSNL এর মোবাইল রিচার্জ সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই। তাই বেশিরভাগ মানুষ এই মুহূর্তে BSNL এর দিকে ঝুঁকছে।

ফোন রিচার্জের সঙ্গে BSNL তাদের ব্রডব্যান্ড-এও একটু নতুন ধামাকাদার অফার নিয়ে এলো। মাত্র ৯৯৯ টাকায় রিচার্জে আপনি এই প্ল্যানে পেয়ে যাবেন ২০০০ জিবি পর্যন্ত ডেটা। এবং তারই সঙ্গে থাকছে OTT প্লাটফর্ম Disney+Hotster Premium এর এক্সেস।

এই ২০০০ জিবি ডেটার স্পিট হবে ১৫০ Mbps, এবং ২০০০ জিবি শেষ হয়ে যাবার ১০ Mbps এ নেট চলবে। BSNL এর এই প্ল্যানটি সমস্ত টেলিকম সার্কেলে উপলদ্ধ রয়েছে।