Akankkha-sahitya-patrika

ভালো আছি আজ খুব ভালো আছি বলে
সন্ধানী শিকারির চোখ কদমকলি হয়ে যায়
লজ্জা খুলে গেলে রাতও ছেনালি জানে
দুর্মূল্য খুদের যৌবন খসে পড়ে ইঁদুরের নখে
লিবিডো ছড়িয়ে যায় বাদুড়ের ডানায়
চোঁয়ায় ঘামতেল অ্যাকাসিয়ার শ্বেতকুষ্ঠে
অসময়ে প্যাঁচ লাগে হিমহিম পাজামার গিঁটে
এসবই নাকি  দিনগত প্ররোচনা স্বাভাবিক
এসবই নাকি জমকালো ব্যাখ্যান মায়া আধারিত
এইসব সাঁকো বেয়ে ভালো থাকি কখনো সখনো