Recruitment-at-various-posts-at-education-department-of-West-Bengal

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গের দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) তে। যেকোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদনের শেষ তারিখ:- ২৯ শে এপ্রিল, ২০২২

(ক) পোস্টের নাম:- অফিস অ্যাটেনডেন্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৫ টি (UR- ৩, SC- ১, ST- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

(খ) পোস্টের নাম:- ল্যাব অ্যাটেনডেন্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১১ টি (UR- ৬, SC- ১, ST- ১, OBC- ৩, EWS- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

(গ) পোস্টের নাম:- টেকনিশিয়ান
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২৫ টি (UR- ১১, SC- ৩, ST- ১, OBC- ৭, EWS- ২, PWD- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বরসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

(ঘ) পোস্টের নাম:- সিনিয়র টেকনিশিয়ান
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১২ টি (UR- ৭, OBC- ৩, EWS- ১, PWD- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বরসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

(ঙ) পোস্টের নাম:- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১৪ টি (UR- ১০, OBC- ৩, EWS- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিট এর কাজ জানতে হবে।

(চ) পোস্টের নাম:- সুপারিনটেনডেন্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৪ টি (UR- ৪)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথম বিভাগে স্নাতক পাশ হতে হবে।

(ছ) পোস্টের নাম:- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২২ টি (UR- ১২, SC- ২, ST- ১, OBC- ৫, EWS- ১, PWD- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.E/B.Tech/MCA পাশ হতে হবে।

(জ) পোস্টের নাম:- লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (OBC- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাইন্স/আর্টস/কমার্স যে কোনো শাখায় স্নাতক পাশ হতে হবে। এর সঙ্গে লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সাইন্সে স্নাতক কোর্স পাশ করে থাকতে হবে।

(ঝ) পোস্টের নাম:- জুনিয়র ইঞ্জিনিয়ার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২ টি (SC- ১, OBC- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল/ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ প্রথম বিভাগে B.E/B.Tech কোর্স করে থাকতে হবে।

(ঞ) পোস্টের নাম:- SAS অ্যাসিস্ট্যান্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (EWS- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল এডুকেশন এ প্রথম বিভাগে স্নাতক পাশ করে থাকতে হবে।

(ট) পোস্টের নাম:- পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (OBC- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। তোর সঙ্গে স্টেনোগ্রাফারে মিনিটে ১০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

(ঠ) পোস্টের নাম:- স্টেনোগ্রাফার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (UR- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। তোর সঙ্গে স্টেনোগ্রাফারে মিনিটে ১০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। NIT এর অফিশিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in/p/applynonteaching এ গিয়ে আবেদন করতে হবে।

• আবেদন ফি:- ল্যাব অ্যাটেনডেন্ট/ অফিস অ্যাটেনডেন্ট পদের জন্য জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৮০০ টাকা। অন্যান্য পদের জন্য জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০০ টাকা। SC/ST/Ex-serviceman/PWD/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।

• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা হবে দুর্গাপুরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সংস্থাতে।

° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• সরাসরি আবেদন করুন:- Link

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।