বর্তমানে এরকম মূল্যবৃদ্ধির বাজারে পেট্রোল থেকে শুরু করে সমস্ত কিছুর দামই আকাশ ছোঁয়া। তারই সঙ্গে তাল মিলিয়ে আকাশ ছুঁতে ব্যস্ত জ্বালানি গ্যাসের দাম। এইরকম অবস্থায় যদি আপনি বছরে তিনটি জ্বালানি গ্যাস (Free gas cylinder) সিলিন্ডার বিনামূল্যে পেয়ে যান তবে তার থেকে ভালো জিনিস আর কি হতে পারে।
রেশন কার্ডের ওপর ভিত্তি করে এই গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। কোথায় দেওয়া হচ্ছে? কোন রেশন কার্ড থাকলে এই ফ্রী গ্যাস পাওয়া যাচ্ছে, সমস্ত নীচে আলোচনা করা হলো।
উত্তরাখণ্ডের দেরাদুন সরকার সাধারণ মানুষের কথা ভেবে শুধুমাত্র অন্ত্যোদয়ধারী রেশন কার্ড গ্রাহকদের দিচ্ছে বছরে তিনটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। সাধারণ মানুষের কথা ভেবেই উত্তরাখন্ডের সরকারের এই প্রকল্পের উদ্বোধন। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র অন্ত্যোদয় রেশন কার্ড থাকা অর্থাৎ দরীদ্র সীমার নীচে থাকা মানুষেরাই এই সুবিধা পাবে।
গোটা উওরাখন্ডে মোট ১ লক্ষ ৮৪ হাজার মানুষ ইতিমধ্যেই এই ফ্রী এলপিজি গ্যাসের সুবিধা পেয়ে গিয়েছে। সরকারের বক্তব্য এই ফ্রী গ্যাস এইবার প্রথম নয়, আগেও এই সুবিধা দেওয়া হয়েছে প্রচুর মানুষকে।
• এরকম আরও তথ্য সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।