Aadhar pan link – আধার প্যান লিঙ্ক বাধ্যতামূলক নয়, ঘোষণা করল সরকারি দপ্তর।
Aadhar pan link – কাদের কাদের ক্ষেত্রে শিথিল হল এই নিয়ম, জানুন বিস্তারিত।
প্যান আধার লিঙ্ক (Aadhar pan link) বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করল আয়কর দপ্তর। এতদিন সাধারণ মানুষের তাড়াহুড়ো পড়ে গিয়েছিল আধার প্যান লিঙ্ক করা নিয়ে। আয়কর দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আধারের সাথে প্যান লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়বে। এই প্যান কার্ডের সাথে যে সকল কাজগুলি আছে সব ব্যাহত হবে।
যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ, আপনি কোনো কোনো কাজের আপডেট পাবেননা। আয়কর দপ্তরের তরফে জরিমানার কথাও ঘোষণা করা হয়েছিল। তবে এই প্যান আধার (Aadhar pan link) কিন্তু আপনি বাড়ি বসেই যুক্ত করতে পারেন কোনো সাইবার ক্যাফেতে গিয়ে লম্বা লাইন দিতে হবেনা।
ঘরে বসে মাত্র 5 মিনিটে আধার কার্ডের তথ্য পরিবর্তন করবেন কীভাবে? না জানলে জানুন।
আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর হোমপেজ খুলে গেলে কুইক লিঙ্ক (quick links) এর ভিতরে লিঙ্ক আধার অপশন আসবে। এরপর আপনার প্যান ও আধার নাম্বার লিখে ‘ ভ্যালিড’ অপশনে ক্লিক করলেই আপনার কাছ থেকে চার্জ চেয়ে নেবে যেখানে কন্টিনিউ বাটনটিও আসবে।
এরপর ব্যাক্তিগত ডিটেলস দিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে (Aadhar pan link)। তারপর আপনার আধারের সাথে যুক্ত করা ফোন নাম্বারে ওটিপি আসবে সেটা দিলেই আধারের সাথে প্যান লিঙ্ক হয়ে যাবে। তবে আয়কর দপ্তরের তরফে এও ঘোষণা করা হয়েছে যে সবার ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। যেমন সিনিয়র সিটিজেনদের যাদের বয়স আশির বেশি।
যারা আসাম, মেঘালয়, জন্মু ও কাশ্মীর রাজ্যের বাসিন্দা। যে সকল ব্যাক্তি ভারতের অধিবাসী নয় তাদের ক্ষেত্রেও আধার প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। আয়কর দপ্তর আইন ১৯৬১ অনুসারে নন রেসিডেন্ট ট্যাক্সেবল বা অনাবাসী করযোগ্য ব্যাক্তিদেরও করতে হবেনা।
গোটা দেশের সবার জন্য বাধ্যতামূলক এটা আর বলা যাবেনা। তবে এই কাজটি ফেলে রাখলে আপনাকেই ভুগতে হবে। সরকার এর আগে অনেক সময় বাড়িয়েছে এবারে আর নাও বাড়াতে পারে।
আগামী মাস থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না, যদি না করেন এই কাজ।