অক্টোবর মাসে রেশনে দেওয়া হতে চলেছে অতিরিক্ত সামগ্রী, কোন কার্ডে কি কি সামগ্রী দেওয়া হবে দেখে নিন
দুর্গাপুজো মানে উৎসব। আর এই উৎসবের আবহে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য রয়েছে দারুণ এক সুখবর। সমগ্র বাংলার নাগরিকদের সুবিধার খাতিরে সেপ্টেম্বর মাসের মতোই অক্টোবর মাসেও রেশনে চাল, গম, আটার পাশাপাশি আরও কিছু অতিরিক্ত দ্রব্য দেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে। কিন্তু অনেক নাগরিকই এখনও পর্যন্ত জানেন না ঠিক কি কি সামগ্রী দেওয়া হবে অথবা কোন কার্ডের অধীনে থাকা ব্যক্তিরা এই নতুন দ্রব্যগুলি কতো পরিমাণে পাবেন। আর তাই আজ আমরা সকলের সুবিধার্থে আলোচনা করতে চলেছি কোন কোন কার্ডে কি কি পরিমাণ সামগ্রী দেওয়া হবে এবং তা কোন কার্ডের অধীনে থাকা ব্যক্তিরা কতো পরিমাণে পাবেন এবং কবে পর্যন্ত এই অতিরিক্ত দ্রব্যগুলি রেশনে দেওয়া হবে তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
• চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন কার্ড থাকলে এই অতিরিক্ত রেশন পাওয়া যাবে ?
পশ্চিমবঙ্গে বসবাসকারী যেসকল ব্যক্তিদের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড এবং SPHH কার্ড রয়েছে তারাই শুধুমাত্র রেশন দোকান থেকে চিনি, ময়দা এবং তেলের মতো অতিরিক্ত দ্রব্যগুলি ভর্তুকি সহকারে কম দামে কিনতে পারবেন। তবে যেসমস্ত ব্যক্তিদের অন্যান্য কার্ডগুলি রয়েছে তারা এই সমস্ত অতিরিক্ত দ্রব্যগুলি না পেলেও যে পরিমাণে রেশন পান সেই পরিমাণেই রেশন পাবেন। যদিও কিছু ক্ষেত্রে চাল ও গমের পরিমাণের পরিবর্তন হতে পারে।
• কোন কার্ডে কি পরিমাণ অতিরিক্ত রেশন দেওয়া হবে?
১. অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড:- যেসকল পরিবারের সদস্যদের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড রয়েছে তারা পরিবার পিছু ২১ কেজি চাল, ১৪ কেজি গম অথবা ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা পাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে একটি পরিবারের প্রতিটি সদস্য ৩ কেজি ৭৫০ গ্রাম করে চাল এবং ১ কেজি ২৫০ গ্রাম করে চাল পাবেন। এর পাশাপাশি অতিরিক্ত দ্রব্য হিসেবে ১ কেজি করে চিনি পরিবার পিছু দেওয়া হবে। তবে এই চিনি কেনার ক্ষেত্রে আপনাকে ১৩ টাকা ৫০ পয়সা প্রতি কেজি চিনির জন্য খরচ করতে হবে। এছাড়াও ময়দা, পাম তেল অথবা সর্ষের তেল, চিনি দেওয়া হবে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের। তবে এক্ষেত্রে এই দ্রব্যগুলি স্বল্পমূল্যে কিনে নিতে হবে রেশন দোকান থেকে। ১ কেজি ভর্তুকিযুক্ত ময়দার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ২৯ টাকা। অন্যদিকে প্রতি কেজি ভর্তুকিযুক্ত চিনির দাম রয়েছে ৩২ টাকা। এর পাশাপাশি ১ লিটার কাচ্চি ঘানি সরষের তেলের জন্য খরচ করতে হবে ১৬৬ টাকা এবং ৫০০ মিলিলিটার তেলের দাম রয়েছে ৮৯ টাকা। এছাড়াও ১ লিটার পাম তেলের দাম রয়েছে ১৩৮ টাকা এবং ৫০০ মিলিলিটার পাম তেলের জন্য আপনাকে খরচ করতে হবে ৭০ টাকা।
পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে, নোটিফিকেশন জারি রাজ্য সরকারের
২. SPHH কার্ড:- যেসকল ব্যক্তিদের SPHH কার্ড রয়েছে তারা মাথাপিছু ৩ কেজি করে চাল, ১ কেজি ৯০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা অথবা ২ কেজি গম পাবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কারণে SPHH কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা প্রত্যেকে ১ কেজি ২৫০ গ্রাম করে গম এবং ৩ কেজি ৭৫০ গ্রাম করে চাল পাবেন। এর পাশাপাশি অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে থাকা ব্যক্তিদের মতো SPHH কার্ডের অধীনে থাকা ব্যক্তিরাও ভর্তুকিযুক্ত চিনি, ময়দা এবং তেল পাবেন। প্রতি কেজি ভর্তুকিযুক্ত ময়দার দাম রয়েছে মাত্র ২৯ টাকা। অন্যদিকে ১ কেজি ভর্তুকিযুক্ত চিনির জন্য নাগরিকদের খরচ করতে হবে মাত্র ৩২ টাকা। ১ লিটার কাচ্চি ঘানি সরষের তেল পাওয়া যাবে মাত্র ১৬৬ টাকায় এবং ৫০০ মিলিলিটার তেলের দাম রয়েছে ৮৯ টাকা। এছাড়াও এক লিটার পাম তেল কিনে নিতে হবে ১৩৮ টাকায় এবং ৫০০ মিলিলিটার পাম তেলের দাম রয়েছে মাত্র ৭০ টাকা।
৩. PHH কার্ড:- পশ্চিমবঙ্গে বসবাসকারী যেসকল পরিবারের সদস্যদের PHH কার্ড রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা প্রত্যেকে ৩ কেজি করে চাল, ২ কেজি করে কম অথবা ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা পাবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার খাতিরে যেসমস্ত পরিবারগুলির সদস্যদের PHH কার্ড রয়েছে তারা প্রত্যেকে ৩ কেজি ৭৫০ গ্রাম করে চাল এবং ১ কেজি ২৫০ গ্রাম করে গম পাবেন।
৪. RKSY-I কার্ড:- যে সমস্ত ব্যক্তিদের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার কার্ড রয়েছে অর্থাৎ RKSY-I কার্ড রয়েছে তারা মাথাপিছু ২ কেজি করে চাল, ৩ কেজি করে গম অথবা ২ কেজি ৮৫০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা পাবেন। কিছুক্ষেত্রে গম অপর্যাপ্ত থাকলে নাগরিকদের গমের বদলে ৩ কেজি করে চাল দিয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে।
৫. RKSY-II কার্ড:- যেসকল ব্যক্তিরা RKSY-II কার্ডের অধীনে রয়েছেন তারা এই অক্টোবর মাসে মাথাপিছু ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম পাবেন। কোন ক্ষেত্রে গম অপর্যাপ্ত থাকলে খাদ্য ও সরবরাহ দপ্তরের নির্দেশ অনুসারে, নাগরিকদের গমের বদলে ১ কেজি করে চাল দিয়ে দেওয়া হবে।
• কতোদিন পর্যন্ত রেশনে এই অতিরিক্ত দ্রব্যগুলি পাওয়া যাবে ?
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুসারে ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ তারিখ থেকে শুরু করে ৩০ শে অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত রেশনে এই অতিরিক্ত দ্রব্যগুলি পাওয়া যাবে।