স্কলারশিপ তথ্য

ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়াতে বিরাট বড়ো পরিবর্তন, এখনই জেনে নিন । Aikyashree Scholarship Apply 2022-23

এবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা মতো ২১ শে মে থেকে দুয়ারে সরকার কর্মসূচী পুনরায় শুরু হবে এবং এখানেই ঐক্যশ্রী স্কলারশিপের রিনুয়ালনতুন আবেদন সম্পর্কিত বিভিন্ন কাজ করা হবে (Aikyashree Scholarship Apply)। উল্লেখ্য, ঐক্যশ্রী স্কলারশিপ হলো রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা চালু করা একটি বৃত্তি প্রকল্প, যার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক বৃত্তি প্রদান করা হয়।

দুয়ারে সরকার শিবিরে ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কিত যেসব কাজ করা হবে,
• নতুন করে আবেদন করা,
• স্কলারশিপ রিনুয়াল করা,
• স্কলারশিপের স্ট্যাটাস চেক করা,
• স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, যেমন- ঐক্যশ্রীর আবেদন করলেও টাকা না পাওয়া, আবেদন বাতিল হওয়া ইত্যাদি।

দুয়ারে সরকারে ঐক্যশ্রী সম্পর্কিত কাজের জন্য আপনাকে কী কী নিয়ে যেতে হবে,

১) শেষ পরীক্ষার রেজাল্ট
২) OTP পাওয়ার জন্য একটি চালু করা সিম যুক্ত মোবাইল ফোন
৩) একটি সচিত্র পরিচয় পত্র (ভোটার কার্ড, আধার কার্ড,রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এদের মধ্যে যেকোনো একটি )
৪) ব্যাংকের পাসবুক
৫) রিনুয়াল এর জন্য স্কলারশিপ আইডি

উপরোক্ত নথিপত্রগুলো নিয়ে আপনার বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার শিবিরে এসে ঐক্যশ্রী নাম লেখা টেবিলে গিয়ে সেখানে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের সঙ্গে কথা বললেই তিনি আপনার কাজটি করে দেবেন।

ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট – Link

এইরকম সরকারি স্কলারশিপ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button