টেক নিউজ

Airtel Offer: এয়ারটেল দিচ্ছে বিনামূল্যে ৩৬৫ দিনের রিচার্জ সহ ২ জিবি ডেটা, কিভাবে পাবেন জেনে নিন আজই

ভারতের বহুল প্রচলিত টেলিকম সংস্থাগুলির অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হলো এয়ারটেল। গ্রাহকদের চাহিদা অনুসারে বাজারে বিভিন্ন রিচার্জ প্যাক রয়েছে এয়ারটেলের (Airtel Offer)। ২০২১ সালে অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে এয়ারটেলের বিভিন্ন রিচার্জ প্যাকগুলোর দাম বাড়ানো হয়েছিল। কিন্তু বর্তমানে নিজেদের জনপ্রিয়তা ফেরাতে এয়ারটেল তাদের পুরোনো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় অফার। এয়ারটেলের এই নতুন অফারে আপনিও পেয়ে যেতে পারেন ২ জিবি ডেটা সহ এক বছরের রিচার্জ তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

আবেদন করুন ন্যাশনাল স্কলারশিপে এবং পেয়ে যান ভালো পরিমাণ বৃত্তি

• চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই অফার আপনারা উপভোগ করতে পারবেন:-
১. এই অফারটি পাওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনার ফোনে Airtel Thanks অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২. এরপর এই অ্যাপেই আপনি একটি লাকি ড্র দেখতে পাবেন।
৩. এই লাকি ড্র এ অংশগ্রহণ করলে আপনাকে কোম্পানির তরফে একটি কোড দেওয়া হবে।
আর এই লাকি ড্র এর মাধ্যমে আপনিও জিতে নিতে পারেন ৩৬৫ দিনের ফ্রি রিচার্জ এবং ২জিবি ডেটা। তবে এই লাকি ড্র এ অংশগ্রহণের ক্ষেত্রে একটিমাত্র শর্ত রয়েছে। আর তা হলো, আপনার এয়ারটেল সিমটির বয়স ৮ মাস হলে তবেই আপনি এই লাকি ড্র এ অংশগ্রহণ করতে পারবেন এবং এই লাকি ড্র এর মাধ্যমে জিতে নিতে পারবেন এক বছরের ফ্রি রিচার্জ এবং ২জিবি ডেটা সম্পূর্ণ বিনামূল্যে।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button