Airtel free net: নতুন গ্রাহক টানতে এয়ারটেল দিচ্ছে এক মাসের ফ্রী নেট, কিভাবে ফায়দা লুটবেন জেনে নিন
নতুন গ্রাহক টানতে এবার বড়ো পদক্ষেপ নিচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel)। দেশের অন্য টেলিকম কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে এয়ারটেল এবার এই নতুন প্ল্যান নিয়ে বাজারে নেমেছে। Airtel এই বিশেষ পরিষেবার মাধ্যমে গ্রাহকদের একমাস বিনামূল্যে মোবাইল রিচার্জ, DTH ও ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়া প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকদের জন্য থাকছে ফ্রিতে ভয়েস কলিং সহ আরও নানান আকর্ষণীয় পরিষেবা। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক, কীভাবে একমাস বিনামূল্যে এয়ারটেল থেকে এই পরিষেবা পাবেন (Airtel free net)।
এরজন্য আপনাকে নিতে হবে Airtel Black মেম্বারশিপ পরিষেবা। এয়ারটেল ২০২১ সালে তাদের এই বিশেষ প্ল্যান চালু করেছে, যেখানে আপনি মোবাইল, DTH ও ব্রডব্যান্ড পরিষেবা পেয়ে যাবেন। যদি আপনি Airtel Black মেম্বারশিপ নেন তাহলে আপনি এক মাস ফ্রিতে পেয়ে যাবেন। Airtel Black মেম্বারশিপ প্ল্যানে বিভিন্ন শহর ভিত্তিক একাধিক প্ল্যান রয়েছে। আপনার যেই প্ল্যানটি পছন্দ হবে সেটি নিতে পারেন।
মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসে ইনকাম লক্ষাধিক
Airtel Black এর জনপ্রিয় আটটি প্ল্যান রয়েছে। যথা:-
★ ৬৯৯ টাকার Airtel Black প্ল্যান:-
• ফাইবার + ল্যান্ডলাইন পরিষেবা
- ৪০ mbps স্পিড পর্যন্ত আনলিমিটেড ডাটা ও আনলিমিটেড কলিং
• ৩০০ টাকা পর্যন্ত DTH চ্যানেল
• Disney + Hotstar, Airtel XStream App,SonyLiv, HoiChoi সহ 12 টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস
★ ৮৪৯ টাকার Airtel Black প্ল্যান:-
• ফাইবার + ল্যান্ডলাইন পরিষেবা
- ৪০ mbps স্পীড পর্যন্ত আনলিমিটেড ডাটা এবং আনলিমিটেড কলিং
• ৭৫ জিবি পোস্টপেইড ডাটা
• Amazon প্রাইম ভিডিও ও হটস্টার অ্যাপের ফ্রি অ্যাক্সেস
★ ৯৯৮ টাকার Airtel Black প্ল্যান:-
• পোস্টপেইড ( ২ টো কানেকশন)
- ১০৫ জিবি ডাটা + আনলিমিটেড কলিং
• ৩৫০ টাকার টিভি চ্যানেল
• অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার, Hoichoi অ্যাপ সহ ১২ টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস
★ ১০৯৮ টাকার Airtel Black প্ল্যান:-
• ফাইবার + ল্যান্ডলাইন
- ১০০ mbps স্পীড পর্যন্ত আনলিমিটেড ডাটা + আনলিমিটেড কলিং
• ৭৫ জিবি পোস্ট পেইড ডাটা
• Amazon প্রাইম ভিডিও ও হটস্টার অ্যাপের ফ্রি অ্যাক্সেস
★ ১০৯৯ টাকার Airtel Black প্ল্যান:-
• ফাইবার + ল্যান্ডলাইন
- সর্বোচ্চ ২০০ mbps স্পীড পর্যন্ত আনলিমিটেড ডাটা + আনলিমিটেড কলিং
• ৩৫০ টাকার টিভি চ্যানেল
• অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার, Hoichoi অ্যাপ সহ ১২ টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস
নিজের মোবাইল দিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন কিকরে জেনে নিন
★ ১৫৯৮ টাকার Airtel Black প্ল্যান:-
• ফাইবার + ল্যান্ডলাইন
- সর্বোচ্চ ২০০ mbps স্পীড পর্যন্ত আনলিমিটেড ডাটা + আনলিমিটেড কলিং
• ১০৫ জিবি পোস্টপেইড ডাটা (২ টা কানেকশন)
• অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার, Hoichoi অ্যাপ সহ ১২ টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস
★ ১৫৯৯ টাকার Airtel Black প্ল্যান:-
• ফাইবার + ল্যান্ডলাইন
- সর্বোচ্চ ৩০০ mbps স্পীড পর্যন্ত আনলিমিটেড ডাটা + আনলিমিটেড কলিং
• ৩৫০ টাকার টিভি চ্যানেল
• নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার, Hoichoi অ্যাপ সহ ১২ টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস
★ ২০৯৯ টাকার Airtel Black প্ল্যান:-
• ফাইবার + ল্যান্ডলাইন
- সর্বোচ্চ ২০০ mbps স্পীড পর্যন্ত আনলিমিটেড ডাটা + আনলিমিটেড কলিং
• ২৬০ জিবি পোস্টপেইড ডাটা ( ৩ টি কানেকশন)
• ৪২৪ টাকার টিভি চ্যানেল
• অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার, Hoichoi অ্যাপ সহ ১২ টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস
এদের মধ্যে আপনার যেই প্ল্যানটি পছন্দ সেটি নিতে পারেন।
• কীভাবে Airtel Black মেম্বারশিপ প্ল্যান নিবেন?
আপনি প্রথমে নিজের মোবাইলে Airtel Thanks অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনার নিকটবর্তী কোনো Airtel Store এ গিয়ে Airtel Black মেম্বারশিপ নিতে পারেন। যদি আপনি বাড়ি থেকে বেরোতে না চান তাহলে আপনার এয়ারটেল সিম নম্বর থেকে ৮৮২৬৬৫৫৫৫৫ এই নম্বরে মিসকল দিয়ে এয়ারটেল ব্ল্যাক মেম্বারশিপ নিতে পারেন।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।