দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির নতুন প্রকল্প আমার কর্মদিশা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা করলেন দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলে মেয়েদের চাকরির সন্ধান দেবে রাজ্য সরকার নতুন প্রকল্প আমার কর্মদিশা-এর মাধ্যমে। এই নতুন উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর। সমাজের সর্বস্তরের ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ এর দ্বারা কর্মসংস্থান তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য।
এই প্রসঙ্গে কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, প্রথম পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে মাসে ১০০০০ কর্মসংস্থান সৃষ্টির কথা ভাবছে তারা। পরবর্তীকালে কর্মসংস্থানের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। কারিগরি শিক্ষা দপ্তর একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করেছে যার নাম আমার কর্মদিশা।
আরও পড়ুনঃ শৌচালয় বানাতে প্রধানমন্ত্রী দিচ্ছে ১২ হাজার টাকা। কি করে আবেদন করবেন দেখে নিন। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা ২০২২
মোবাইল অ্যাপের মাধ্যমে যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ এর দ্বারা চাকরি উপযোগী করে তুলবে সংশ্লিষ্ট দপ্তর। দুয়ারে সরকার শিবিরের সংশ্লিষ্ট দফতরের কর্মীরা এই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কর্মসংস্থানের ব্যাপারে আলোকপাত করবেন।
* আমার কর্মদিশা রেজিস্ট্রেশন পদ্ধতি
(১) প্রথমে প্লে স্টোর থেকে আমার কর্মদিশা মোবাইল অ্যাপ টি ডাউনলোড করতে হবে।
(২) এরপর মোবাইল নম্বরও জন্মতারিখ বসিয়ে গেট ও টি পি তে ক্লিক করতে হবে।
(৩) এরপর পরবর্তী পেজে ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করতেই রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে।
(৪) এরপর নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
(৫) এরপর সামনে কিছু ফটো দেখা যাবে সেখানে হ্যাঁ বা না সিলেক্ট করতে হবে।
(৬) এই ফটোগুলি এর মানে হলো কিরকম কাজ খুঁজতে চাওয়া হচ্ছে সেটি বোঝা।
(৭) ফাইনাল সাবমিট করতেই হেল্পলাইন নাম্বার চলে আসবে সেই নাম্বারে কল করে আরো বিশদে জানা যাবে।
আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পের নয়া আপডেট। এখন সকলের একাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা।
চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
★ আমার কর্মদিশা অ্যাপের ডাউনলোড লিঙ্কঃ- লিঙ্ক
• চাকরির খবর পড়ুন- Link