চাকরির পরীক্ষা

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2021 | ২৬০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

 

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2021 | ২৬০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

ফিনিক্স বাংলায় আপনাকে স্বাগত। আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই পোস্টটি আপনার জন্য। রাজ্যে ২ হাজার ৬০০ টি শূন্যপদে অঙ্গন‌ওয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে চলেছে।কর্মীর অভাবে বন্ধ পড়ে রয়েছে প্রচুর কেন্দ্র।গোটা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি। এই জেলায় শূন্যপদ সবচেয়ে বেশি থাকলেও রাজ্যের প্রতিটি জেলায় মোট ১০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে পুজোর আগে। প্রতিটি জেলার ক্ষেত্রে জেলাভিত্তিক ভাবে আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই পদগুলোতে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে সমস্ত শর্তাবলী মেনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, কতজন নিয়োগ করা হবে? সমস্ত নীচে আলোচনা করা হলো। 


গোটা রাজ্য জুড়ে ১৩ হাজার আশা কর্মী নিয়োগ


• নিয়োগকারী দপ্তর :- Department of Women & Child Development and Social Welfare Govt. of West Bengal


(ক) পদের নাম:- অঙ্গনাওয়াড়ি কর্মী।

° এই পদে শূন্যপদ রয়েছে ১১৫২ টি।

° এই পদের মাসিক বেতন ৮,৩০০ টাকা। 

° এই পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।


স্কুল সার্ভিস কমিশনে গ্রুপডিক্লার্ক এবং গ্রন্থাগারিক পদে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ

(খ) পদের নাম:- অঙ্গনাওয়াড়ি সহায়িকা।

° এই পদে শূন্যপদ রয়েছে ১৪৫৬ টি।

° এই পদের মাসিক বেতন প্রায় ৬১০০ টাকা। 

° এই পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেনী পাশ হতে হবে।



Top 10 Most Spoken Languages In world | General Knowledge Questions and Answers | GK Bengali 2021

○ দৈনিক জেনারেল নলেজ পাবার জন্য যুক্ত হতেন আমাদের টেলিগ্রাম গ্রুপে- টেলিগ্রাম

○ সমস্ত তথ্য সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল- subscribe



• সমস্ত পদগুলির‍ জন্য আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪৫ এর মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।


• সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ ২৬০৮ টি।

• আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 


ভারতীয় রেল নির্মাণ ফ্যাক্টরিতে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগযোগ্যতা– মাধ্যমিক পাশ


• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। সংলিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি সঠিকভাবে পূরণ করে নিজ নিজ ব্লক অফিসের ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।


• নিয়োগ পদ্ধতি:- জেলাভিত্তিক নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়। আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ হয়ে থাকে।


সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।


Download WB Job News Android App



• এরকম আরো খবর পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- LINK

• এবং যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button