কোভিড মৃত্যু জনিত ক্ষতিপূরণ পাবার জন্য আবেদন করবেন কিভাবে? ৫০ হাজার টাকা দিবে সরকার।
বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তবে তার পরিবার সরকারের তরফ থেকে এককালীন ৫০ হাজার টাকা পাবেন।
ফর্ম কোথায় পাবেনঃ- এখানে আবেদন করবার ফর্ম আপনি পেয়ে যাবেন আপনার বিডিও অফিসে। আপনাদের সুবিধার্থে আমি আবেদন ফর্মটির পিডিএফ ও ছবি নীচে দিয়ে রাখলাম।
ফর্ম জমা দিতে হবেঃ- ফর্মে থাকা নিদিষ্ট তথ্য পূরন করে আপনি ফর্মটিকে আবার বিডিও অফিসেই জমা দিতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস- এখানে আবেদন করবার জন্য কিছু ডকুমেন্টস-এর প্রয়োজন পরবে, সেগুলো হলো-
১) মৃত ব্যক্তি মৃত্যু সার্টিফিকেট
২) মৃত ব্যক্তির আধার কার্ড
৩) মৃত ব্যক্তির আত্মীয়ের আধার কার্ড
৪) ব্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি।
৫) আইনত উত্তরাধিকার প্রমানপত্র। (এমন কোনো ডকোমেন্স যার মাধ্যমে প্রমান হয় যে যিনি মারা গিয়েছেন এবং যিনি উত্তরাধিকার সূত্রে টাকার জন্য আবেদন করছেন তারা দুজনেই একই পরিবারের সদস্য।
আবেদন পদ্ধতিঃ- বিডিও অফিস থেকে সর্বপ্রথম আবেদন পত্রটি সংগ্রহ করে। তারমধ্যে কিছু তথ্য পূরন করতে হবে। যেমন, মৃতের নাম। ঠিকানা(মৃত্যুর পূর্বে)। মৃত্যুর তারিখ। মৃত্যুকালীন বয়স। লিঙ্গ। মৃত্যু সার্টিফিকেটএর বিস্তারিত। নিকট আত্নীয়ের নাম। নিকট আত্মীয়ের ঠিকানা। মৃতের সঙ্গে সম্পর্ক। ব্যাঙ্ক একাউন্ট নাম্বার এবং তার শাখা ও আই.এফ.এস.সি কোর্ড।
আবেদন ফর্মঃ- Download