আবেদন করুন আদিত্য বিড়লা স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৬০,০০০ টাকা
সমগ্র ভারতব্যাপী পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য আদিত্য বিড়লা ক্যাপিটাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আদিত্য বিড়লা স্কলারশিপ কার্যকরী করা হয়েছে। প্রথম থেকে শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে অনুদান পেয়ে থাকেন। আর এই স্কলারশিপটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো বিশেষ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন নেই। তবে অন্যান্য স্কলারশিপগুলির মতোই এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের কিছু যোগ্যতা থাকা আবশ্যক। আর আজ আমরা এই আলোচনা করতে চলেছি এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যোগ্য কারা এবং কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপের জন্য, কতো টাকা করে অনুদান পাওয়া যাবে ইত্যাদি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
• এই স্কলারশিপের অধীনে কতো টাকা অনুদান পাবেন ?
অনুদান প্রদানের সহায়তার খাতিরে এই স্কলারশিপটিকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা:-
১. আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ ফর স্কুল স্টুডেন্টস ২০২২
২. আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ ফর কলেজ স্টুডেন্টস ২০২২
আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ ফর স্কুল স্টুডেন্টস ২০২২ এর অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীরা এককালীন ২৪,০০০ টাকা প্রদান করা হয়ে থাকে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের এককালীন ৩০,০০০ টাকা প্রদান করা হয়ে থাকে।
আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ ফর কলেজ স্টুডেন্টস ২০২২ এর অধীনে স্নাতক স্তরে জেনারেল কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের ৩৬,০০০ টাকা দেওয়া হবে এবং স্নাতক স্তরে প্রফেশনাল কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের ৬০,০০০ টাকা দেওয়া হবে।
মাত্র ৭৫ টাকায় মিলবে তসর জামদানি, আকর্ষণীয় দামে শাড়ির সম্ভার নিয়ে হাজির মহারানী শাড়ি
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা:-
১. ছাত্র অথবা ছাত্রীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২. এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রথম থেকে শ্রেণী থেকে স্নাতক স্তরে (জেনারেল অথবা প্রফেশনাল কোর্সে) পাঠরত হতে হবে।
৩. ছাত্র অথবা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
৪. করোনাকালে যেসকল ছাত্রছাত্রীদের পিতা, মাতার মৃত্যু তারাই একমাত্র এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যোগ্য।
• চলুন তবে জেনে নেওয়া যাক এই স্কলারশিপের জন্য আবেদন করবেন কিভাবে ?
এই স্কলারশিপে আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে।
১. এর জন্য আপনাদের প্রথমেই buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/aditya-birla-capital-covid-scholarship-program -এ যেতে হবে।
২. এরপর আপনাদের সামনে যে পেজটি আসবে তাতে আপনার যোগ্যতা অনুসারে স্কুলের ছাত্রছাত্রীদের অংশে অথবা কলেজের ছাত্রছাত্রীদের অংশে apply now অপশনে ক্লিক করতে হবে।
৩. তারপর আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস অথবা ফোন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করা হলেই আপনার সামনে যে পেজটি আসবে তাতে Start Application অপশনে ক্লিক করলেই আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি আসবে।
৫. এরপর ওই ফর্মটির সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং সমস্ত নথি সঠিকভাবে আপলোড করে submit করলেই এই স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. বিগত পরীক্ষার মার্কশিট।
২. আইডেন্টিটি প্রুফ (আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)
৩. বর্তমান শ্রেণীতে অথবা কোর্সে ভর্তির রশিদ।
৪. পিতা, মাতার ডেথ সার্টিফিকেট।
৫. কোভিড ১৯ চলাকালীন মৃত্যুর প্রমাণ।
৬. ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস।
৭. আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি।