সরকারি প্রকল্প

এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন জব কার্ড, আবেদন করুন এই পদ্ধতিতে । Apply for New Job Card in WB

বর্তমান যুগে ১০০ দিনের কাজ সহ অন্যান্য সরকারি সুবিধা পেতে অনেকক্ষেত্রেই জব কার্ডের প্রয়োজন হয় (Apply for New Job Card)। কিন্তু অনেক মানুষই জানেন না কী করে জব কার্ডের জন্য Apply করতে হয়। তাই কী করে জব কার্ডে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন ইত্যাদি সমস্ত কিছু নিয়ে নীচে বিশদে আলোচনা করা হলো –

• জব কার্ডের জন্য কী কী নথি (Document) লাগবে?

(১) দু’কপি পাসপোর্ট সাইজ ফটো
(২) রেশন কার্ডের জেরক্স
(৩) ভোটার কার্ডের জেরক্স
(৪) আধার কার্ডের জেরক্স
(৫) আপনি যেই গ্রাম পঞ্চায়েতে বাস করেন সেখানকার ট্যাক্সের রশিদ
(৬) ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স
(উল্লেখ্য, যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলে আবেদন গ্রাহ্য হবে না)
(৭) জব কার্ডের জন্য একটি আবেদনপত্র

• জব কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

(১) উপরোক্ত প্রয়োজনীয় নথিপত্রগুলো একসাথে যুক্ত (Attach) করে আপনার গ্রাম পঞ্চায়েত বা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।

(২) এবার আপনাকে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টী স্কিমের অধীনে নিবন্ধিকরণের আবেদন পত্র নামের একটি ফর্ম দিবে যেটি আপনাকে পূরণ করতে হবে।
(৩) ফর্মের উপরে রেজিস্ট্রেশন নম্বর এগুলো লেখার দরকার নেই। সেইসব তথ্য অফিস থেকে পূরণ করা হবে।

(৪) এবার ফর্মটিতে পরপর

• জেলার নাম
• পরিবার প্রধানের নাম
• পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বিবরণ

[এখানে ছককাটা বক্সের মধ্যে পরপর ক্রমিক সংখ্যা (মানে সিরিয়াল ১,২,৩,… নম্বর), একে একে আপনার পরিবারের ১৮ বছর বয়সের বেশি সদস্যদের নাম, পিতা/স্বামীর নাম,বয়স (আবেদন করার তারিখে), লিঙ্গ,শারীরিক অক্ষমতা (হ্যাঁ/না), রেশন কার্ড/নির্বাচনী সচিত্র পরিচয়পত্র নম্বর (মানে ভোটার কার্ড) মধ্যে যেকোনো একটি কার্ডের নম্বর লিখবেন]

• গ্রামের নাম
• পোস্টঅফিস
• মৌজ
• থানা
• গ্রাম পঞ্চায়েতের নাম
• ব্লকের নাম

• তপশিলি জাতি(SC) /উপজাতি (ST) / অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC)/ সাধারণ (General) [ আপনি যেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটির ওপরে টিক দিয়ে পাশে লিখবেন ]

• ইন্দিরা আবাস যোজনার উপভোক্তা (যদি এই প্রকল্পের উপভোক্তা হন তাহলে বক্সে হ্যাঁ বা Yes লিখবেন এবং এই প্রকল্পের উপভোক্তা না হলে বক্সে না বা No লিখবেন)

• ভূমি সংস্কার উপভোক্তা (যদি এই প্রকল্পের উপভোক্তা হন তাহলে বক্সে হ্যাঁ বা Yes লিখবেন এবং এই প্রকল্পের উপভোক্তা না হলে বক্সে না বা No লিখবেন )

• কাজ করিতে ইচ্ছুক পরিবারের সদস্যদের স্বাক্ষর /টিপসই (আপনার পরিবারের যারা যারা ১০০ দিনের কাজ করতে চান তাদের সই কিংবা সই করতে না জানলে টিপসই দিবেন)

• পরিবারের প্রধানের স্বাক্ষর/টিপসই (আপনার পরিবারের প্রধানের সই কিংবা সই না জানলে টিপসই দিবেন)

সবশেষে আপনি পঞ্চায়েতে ফর্মটি জমা দিন। প্রায় এক সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত থেকে ডেকে আপনাকে জব কার্ড দেওয়া হবে।

এরকমই সরকারি প্রকল্প বিষয়ক আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button