Loreal Scholarship: আবেদন করুন Loreal স্কলারশিপে এবং পেয়ে যান ২,৫০,০০০ টাকা
আপনি কী ভালো কোনো স্কলারশিপে আবেদন করতে চাইছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। বিশ্ববিখ্যাত প্রসাধন সামগ্রী কোম্পানি Loreal এর তরফ থেকে ভারতের শিক্ষার্থীদের জন্য নতুন ও আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা রয়েছে (Loreal Scholarship), যার মাধ্যমে একজন স্টুডেন্ট আড়াই লক্ষ টাকা স্কলারশিপ হিসেবে পেতে পারেন। কী এই স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী লাগবে, কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত বিষয় নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
• Loreal Scholarship:- Loreal হলো একটি ফরাসি প্রসাধন সামগ্রী কোম্পানি যেটি ভারতেও যথেষ্ট জনপ্রিয়। Loreal India এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা অল্পবয়সী মেয়েদের স্নাতকস্তরে পড়াশোনা করার জন্য উৎসাহিত করার লক্ষ্যে এই স্কলারশিপ দেওয়া হয়।
BSNL এর এই সবচেয়ে কমদামী প্ল্যানটি সমন্ধে আপনি জানেন কি? মাত্র ১০০ টাকার রিচার্জে চলবে দু’মাস
• Loreal স্কলারশিপে কতো টাকা করে দেওয়া হয়?
সর্বমোট ২,৫০,০০০ টাকা করে প্রতিটি নির্বাচিত স্টুডেন্টকে দেওয়া হবে। যতোবছরের স্নাতক কোর্সে উক্ত ছাত্রী ভর্তি হবেন সেই হিসেবে সমান ইনস্টলমেন্টে স্নাতকস্তরের প্রতি বছর তাকে স্কলারশিপ দেওয়া হবে।
• কারা Loreal স্কলারশিপে আবেদন করতে পারবেন?
(১) যে সকল ছাত্রী গতবছর বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়ে এবছর স্নাতককোর্সে ভর্তি হয়েছে তারা আবেদনের যোগ্য।
(২) বিজ্ঞান বিভাগে নূন্যতম ৮৫% মার্কস পেতে হবে।
(৩) পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষের কম হতে হবে।
(৪) যেবছরে উচ্চমাধ্যমিক পাশ করেছে সে বছরেই স্নাতকস্তরে ভর্তি হতে হবে। কোনোরকম গ্যাপ থাকা চলবে না।
• এই স্কলারশিপে আবেদন করতে কী কী লাগবে?
(১) দশম শ্রেণীর মার্কশিটের স্ক্যান কপি
(২) দ্বাদশ শ্রেণীর মার্কশিটের স্ক্যান কপি
(৩) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড / ভোটার কার্ড / পাসপোর্ট / জন্ম সার্টিফিকেট এর মধ্যে যে কোনো একটি
(৪) পরিবারের বার্ষিক আয়ের ইনকাম সার্টিফিকেট
(৫) ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস
• কীভাবে Loreal স্কলারশিপে আবেদন করবেন?
(১) প্রথমে L’Oréal India For Young Women In Science Scholarships এর অফিসিয়াল পেজে যেতে হবে।
(২) এরপরে অনলাইন ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে ভালো করে ফিল আপ করতে হবে।
(৩) তারপরে উপরোক্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে।
(৪) শেষে সবকিছু পুনরায় ভালো করে চেক করে নিয়ে sumbit এ ক্লিক করতে হবে।
তাহলেই Loreal স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
এবার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে বাড়িতে বসে, পদ্ধতি জেনে নিন
• আবেদনের সময়সীমা –
২০২১-২২ শিক্ষাবর্ষের স্কলারশিপে আবেদন প্রক্রিয়া জুন-জুলাই মাসে শুরু হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ ছিলো ৩১ শে অক্টোবর,২০২১ পর্যন্ত। এবছর অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া এখনও চালু হয়নি। এবিষয়ে নতুন আপডেট আসলে শীঘ্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
• কীভাবে Loreal স্কলারশিপের জন্য ছাত্রীদের বাছাই করা হবে?
আবেদনকারী ছাত্রীদের তথ্য ও ডকুমেন্টসগুলো ভালোভাবে ভেরিফাই করা হবে। তারপরে আবেদনকারী থেকে অ্যাকাডেমিক নম্বর এবং তাদের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে স্কলারশিপ দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। যারা স্কলারশিপ পাওয়ার জন্য সিলেক্ট হবেন তাদের কোম্পানির তরফ থেকেই সরাসরি যোগাযোগ করে নেওয়া হবে।
স্কলারশিপ সংক্রান্ত এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।