Job Card: এই পদ্ধতিতে আবেদন করলে এক সপ্তাহেই হাতে পাবেন জব কার্ড
আপনি কি জব কার্ডের জন্য আবেদন ইচ্ছুক? তবে এই খবরটি আপনার জন্য। ভারত সরকারের তরফে ভারতীয় শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং অধিকার রক্ষার খাতিরে জব কার্ড প্রদান করা হয়ে থাকে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্প্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) এর অন্তর্গত ভারতীয় শ্রমিকদের এই জব কার্ড প্রদান করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে শ্রমিক পরিবারগুলির যেকোনো একজন সদস্যকে একটি আর্থিক বছরে অন্তত পক্ষে ১০০ দিনের কর্মসংস্থান প্রদান করা। মূলত গ্রামীণ ব্যবস্থার ক্ষেত্রে এটি বিশেষভাবে পরিলক্ষিত হয়।
জব কার্ডের মাধ্যমে দরিদ্র এবং শ্রমিক পরিবারগুলিতে যেমনভাবে কর্মসংস্থান প্রদান করা সম্ভব হয়েছে, ঠিক তেমনভাবেই স্ত্রী-পুরুষ নির্বিশেষে বৈষম্য মিটিয়ে কার্যসম্পাদন এবং সমাজের এই দরিদ্র পরিবারগুলিকে সাহায্য করা সম্ভবপর হয়েছে। এর পাশাপাশি শ্রমিকদের দ্বারা বিভিন্ন কাজ করানোর মাধ্যমে খাল, পুকুর, রাস্তা সংস্করণ এর পাশাপাশি পরিবেশ রক্ষা এবং গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন করাও সম্ভব হয়েছে। ভারত সরকারের এই উদ্যোগ যাতে ভারতবর্ষের সমস্ত জেলাগুলিতে পৌঁছে যায় তার জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়ে থাকে। আপনিও যদি জব কার্ডের জন্য আবেদনে ইচ্ছুক হয়ে থাকেন তবে কয়েকটি সরল প্রক্রিয়ার মাধ্যমে আপনিও আবেদন করতে পারেন। আর আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জব কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি, জব কার্ডের মাধ্যমে আপনার কি কি সুবিধা পেতে চলেছেন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি (Job Card)।
কন্যা সন্তান জন্ম নিলেই পাবেন ১১০০০ টাকা, কিভাবে পাবেন জেনে নিন
• চলুন তবে দেখে নেওয়া যাক, জব কার্ডের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন:-
১. যে সকল ব্যক্তিদের জব কার্ড রয়েছে তারা চাকরি পাওয়ার অধিকার কার্ড পাবেন।
২. এর পাশাপাশি জব কার্ড থাকা সত্ত্বেও যদি আবেদন করার ১৫ দিনের মধ্যে আপনি কাজ না পান তবে বেকারত্ব ভাতার সুবিধা পাবেন আপনিও।
৩. যদি ৫ কিমি ব্যাসার্ধের বাইরে কাজ করার প্রয়োজন হয়, তবে ১০ শতাংশ অতিরিক্ত মজুরির অধিকার পাবেন আপনি।
৪. কাজ করার ক্ষেত্রে কিংবা চাকরির সময় আঘাত পেলে চিকিৎসার খরচ, প্রয়োজনে হাসপাতালে ভর্তির খরচ এবং আঘাতের কারণে কর্মক্ষেত্রে অক্ষমতা কিংবা মৃত্যুর ক্ষেত্রে এক্স-গ্রেশিয়া পেমেন্ট প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে।
৫. এর পাশাপাশি কর্মীরা কর্মস্থলে পেয়ে যাবেন প্রাথমিক চিকিৎসা, ক্রেচ এবং পানীয় জলের সুবিধা সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাগুলি।
• জব কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি:-
১. আপনার নিকটবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনি জব কার্ডের জন্য আবেদনের প্রয়োজনীয় ফর্মটি পেয়ে যাবেন।
২. ফর্মটিতে জেলার নাম, পরিবারের প্রধানের নাম, পরিবারের সমস্ত সদস্যদের নাম এবং সমস্ত তথ্য, রেশন কার্ড নম্বর সহ আবেদনকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যাদের রেশন কার্ড নেই তারা ভোটার কার্ডে নম্বরও প্রদান করতে পারেন।
৩. এরপরে আপনার ঠিকানা, তপশিলি জাতি কিংবা উপজাতির সদস্য কিনা, ইন্দিরা আবাস যোজনার অনুদান পেয়ে থাকেন কিনা, ভূমি সংস্কার উপভোক্তা কিনা এই সমস্ত তথ্য গুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে।
৪. ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করার পর পরিবারের যে সকল সদস্য কাজ করতে ইচ্ছুক তাদের সকলকে সাক্ষর কিংবা টিপসই প্রদান করতে হবে। এর পাশাপাশি পরিবারের প্রধানের স্বাক্ষর কিংবা টিপসই প্রদান করতে হবে।
৫. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ ফর্মটি আপনার গ্রাম পঞ্চায়েতের অফিসে জমা করতে হবে।
• জব কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
২. রেশন কার্ডের প্রতিলিপি।
৩. ভোটার কার্ডের প্রতিলিপি।
৪. আধার কার্ডের প্রতিলিপি।
৫. আপনার বাড়ির জন্য যে ট্যাক্স প্রদান করা হয় তার রশিদ।
৬. ব্যাংকের পাশবইয়ের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।