আবেদন করুন সুবর্ণ জয়ন্তী স্কলারশিপে এবং পেয়ে যান পড়াশোনার যাবতীয় সমস্ত খরচ । Apply Suborno Jayanti Scholarship 2022
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্দেশ্যে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি বা স্কলারশিপের ঘোষণা করেছিলেন এই স্কলারশিপটিই সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ। এই স্কলারশিপে বাংলাদেশ বাদেও বিভিন্ন দেশের ছেলে-মেয়েরা যারা ভারতে এসে পড়াশোনা করতে চান তারা আবেদন করতে পারে।
• এই স্কলারশিপে মোট ১০০০ টি আসন রয়েছে। যার মধ্যে ICCR স্কলারশিপের জন্য ৫০০ টি এবং ITEC স্কলারশিপের জন্য ৫০০ টি আসন।
• অনার্স, মাস্টার্স, পিএইচডি কোর্সে আবেদন করা যাবে। সাইন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সাইন্স সহ অনেক সাবজেক্টের পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পেয়ে যাবে।
• এই স্কলারশিপ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?
(১) এই স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা মাসিক স্টাইপেন্ড পেয়ে যাবে।
(২) এই স্কলারশিপ করা থাকলে শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে না।
(৩) বিভিন্ন রকম গ্র্যান্ড এবং অ্যাকোমোডেশন এর সুবিধা পাওয়া যাবে।
(৪) এই স্কলারশিপের আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।
• এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে?
৩০ শে এপ্রিল, ২০২২।
• এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
° HSC এর পর অনার্সে ভর্তি হওয়ার সময় HSC তে কমপক্ষে ৬০% নম্বর বা GPA পেয়ে থাকতে হবে ।
° অনার্স কমপ্লিট করে মাস্টার্সে আবেদন করার জন্য অনার্সে কমপক্ষে ২.৫ পেতে হবে।
° মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করার সময়েও মাস্টার্সে ভালো গ্রেড পেয়ে থাকতে হবে।
• এই স্কলারশিপের আবেদন করার জন্য শিক্ষার্থীর বয়স কত হতে হবে?
শিক্ষার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
• এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
(১) পাসপোর্ট।
(২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৩) পাসপোর্ট সাইজের ফটো।
(৪) রেফারেন্স লেটার।
(৫) শিক্ষার্থীর সিগনেচার।
(৬) ৫০০ শব্দের মধ্যে একটি essay লিখে আপলোড করতে হবে। এটি গুগল বা অন্য কোথাও থেকে কপি করা যাবে না। মূলত শিক্ষার ইংলিশ স্কিল বা দক্ষতা যাচাই করার জন্য এই পদক্ষেপ।
(৭) যারা পোস্ট গ্র্যাজুয়েশনে কমার্স বা ম্যানেজমেন্ট জাতীয় বিষয়াবলী করবে তাদের ক্ষেত্রে জিমেটের প্রয়োজন।
(৮) শিক্ষার্থীর ইউনিক আইডি ( পাসপোর্ট ছাড়া অন্য কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্টস)।
(৯) মেডিকেল ফিটনেস ফর্ম।
• আবেদন পদ্ধতি:- এই স্কলারশিপে আবেদন করার জন্য সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট sjsdhaka.gov.in এ যেতে হবে। এবং তারপর রেজিষ্ট্রেশন করতে হয়। রেজিষ্ট্রেশন হয়ে গেলে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে আবেদন কারী আবেদন করতে পারবেন।
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
আমাদের টেলিগ্রাম গ্রুপ এ যুক্ত হন এরকমই আরো নতুন নতুন জিনিস জানবার জন্য।