স্কলারশিপ তথ্য

IDFC FIRST Bank MBA Scholarship: আবেদন করুন আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপে এবং পেয়ে যান দুই লক্ষ টাকা

আজ আমরা আপনাদের জন্য এমন একটি স্কলারশিপের খবর নিয়ে এসেছি, যে স্কলারশিপে আপনি পেয়ে যেতে পারেন দুই লক্ষ টাকা। স্কলারশিপটি আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ (IDFC FIRST Bank MBA Scholarship) নামে পরিচিত। এই স্কলারশিপটি আইডিএফসি ফার্স্ট ব্যাংক (IDFC FIRST Bank) এর তরফে এমবিএ (MBA) কোর্সে পাঠরত শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে। চলুন তবে দেখে নেওয়া যাক, এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদন পদ্ধতি কি, কবে পর্যন্ত আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো।

• এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যে আবশ্যিক যোগ্যতা থাকতে হবে:-
১. আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. যে সকল শিক্ষার্থীরা দু’বছরের এমবিএ (MBA) প্রোগ্রামের প্রথম বর্ষে পাঠরত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩. সম্পূর্ণ ভারতের বিশেষ ১৫০টি বিশেষ কলেজে পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৪. আবেদনকারী ছাত্র-ছাত্রী বাৎসরিক পারিবারিক আয় অবশ্যই ৬ লক্ষ টাকার কম হতে হবে।
৫. আবেদনকারী ছাত্র-ছাত্রীদের বয়স অবশ্যই ৩৫ বছরের কম হতে হবে। ছাত্র-ছাত্রীদের বয়স হিসেব করা হবে যেদিন তিনি আবেদন করছেন এই স্কলারশিপের জন্য সেই দিনের পরিপ্রেক্ষিতে।

এয়ারটেল দিচ্ছে বিনামূল্যে ৩৬৫ দিনের রিচার্জ সহ ২ জিবি ডেটা, কিভাবে পাবেন জেনে নিন আজই

• আর্থিক অনুদানের পরিমাণ:-
এই স্কলারশিপের জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের IDFC FIRST Bank এর তরফে প্রতি বছর ১লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ দুই বছরের এমবিএ কোর্সে পাঠরত ছাত্রছাত্রীরা দুই বছরে মোট ২ লক্ষ টাকা পেয়ে যাবেন।

• আবেদন পদ্ধতি:-
এই স্কলারশিপের অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদন পদ্ধতি সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে।
১. এর জন্য প্রথমেই আপনাকে Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/idfc-first-bank-mba-scholarship এ যেতে হবে।
২. এরপর আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপের অংশে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর আপনার বৈধ ইমেল এড্রেস/ ফোন নম্বর/ গুগল অ্যাকাউন্ট/ ফেসবুক আইডির মাধ্যমে রেজিষ্টার করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে Start Application অপশনে ক্লিক করুন।
৫. এরপর আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।
৬. এরপর প্রয়োজনের নথিগুলি আপলোড করতে হবে।
৭. এরপর আপনার কাছে প্রিভিউ অপশনটি আসবে। এই অপশনটিতে ক্লিক করলে জমা দেওয়ার পূর্বে ফর্মটি আপনি সম্পূর্ণ দেখতে পাবেন।
৮. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে এবং সমস্ত নথি সঠিকভাবে আপলোড করা হলে Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

• প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর ফটো
২. আইডেন্টিটি প্রুফ ( আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)
৩. কোর্সে ভর্তির সমস্ত ডিটেইলস
৪. নতুন কোর্সে ভর্তির রশিদ
৫. স্নাতক স্তরের পরীক্ষার মার্কশিট/ সার্টিফিকেট
৬. পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
৭. জাতিগত শংসাপত্র
৮. যিনি পরিবারের মূল আয়ের উৎস তিনি মারা গিয়ে থাকলে, সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট
৯. যদি লোন নেওয়া থাকে তবে লোন স্যাংশন হওয়ার প্রমাণ
১০. অন্য কোন স্কলারশিপ পেয়ে থাকলে তার ডিটেইলস

জিও দিচ্ছে ৩৯৯ টাকায় পুরো পরিবারের ইন্টারনেট, কিভাবে পাবেন জেনে নিন

• নির্বাচন পদ্ধতি:-
আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনপত্রগুলি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তরফে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের আর্থিক অবস্থান নিরিখে বিচার করা হবে এবং সেরা ৩৫০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করা হবে।

• আবেদনের শেষ তারিখ:-
এই স্কলারশীপের আবেদন শুরু হয় মে মাসে এবং শেষ হয় জুলাই মাসে।

এইরকম আরও স্কলারশিপ সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button