Maulana Azad Scholarship: আবেদন করুন মৌলানা আজাদ স্কলারশিপের জন্য, পেয়ে যান ২৪,০০০ টাকা পর্যন্ত
আপনি কী ভালো স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। মৌলানা আজাদ স্কলারশিপে (Maulana Azad Scholarship) আবেদন করে পেয়ে যেতে পারেন প্রায় ২৪,০০০ টাকা পর্যন্ত। কীভাবে এই স্কলারশিপে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কী কী লাগবে, ইত্যাদি সমস্তরকম বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।
• মৌলানা আজাদ স্কলারশিপ:- মৌলানা আজাদ স্কলারশিপ (Maulana Azad Scholarship) কেন্দ্র সরকারের অধীনে থাকা সংখ্যালঘু মন্ত্রক কর্তৃক প্রদত্ত স্কলারশিপ। এই স্কলারশিপ বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হয়। যেমন –
১) প্রি মেট্রিক স্কলারশিপ
(প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়)
২) পোস্ট মেট্রিক স্কলারশিপ
(একাদশ, দ্বাদশ ও পলিটেকনিক পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয় )
৩) বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপ
(নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়)
• কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?
° প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য
(১) সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন,শিখ, পারসি ধর্মের ছাত্রছাত্রী হতে হবে।
(২) ক্লাস 1 থেকে ক্লাস 10 এর মধ্যে পড়তে হবে।
(৩) আগের পরীক্ষায় নূন্যতম ৫০% নম্বর পেতে হবে।
(৪) পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকা অথবা তার কম হতে হবে।
° পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য
(১) সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি ধর্মের ছাত্রছাত্রী হতে হবে।
(২) একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তে হবে।
(৩) আগের পরীক্ষায় নূন্যতম ৫০% নম্বর পেতে হবে।
(৪) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকা অথবা তার কম হতে হবে।
° বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপের জন্য (BEGUM HAZRAT MAHAL NATIONAL SCHOLARSHIP)
(১) সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন,বুদ্ধ,শিখ, পারসি ধর্মের ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়।
(২) নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পঠনরত হতে হবে।
(৩) আগের পরীক্ষার মোট নম্বরের ৫০% কিংবা তার বেশি নম্বর পেতে হবে।
(৪) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
• এই স্কলারশিপে কত টাকা করে পাবেন?
(১) প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা বছরে ১,০০০ টাকা করে পাবেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা বছরে ৪,১০০ টাকা থেকে ১০,০০০ টাকা অবধি পাবেন।
(২) পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করলে একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বছরে ৯,৩০০ – ১০,৮০০ টাকা অবধি পাবেন। পকিটেকনিক পড়ুয়ারা বছরে ১২,৩০০ – ১৩,৮০০ টাকা পর্যন্ত পাবেন অর্থাৎ দুবছরে ২৪,০০০ টাকার কিছু বেশি আপনি সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
(৩) বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা প্রতি বছরে নবম-দশম শ্রেণীতে প্রতি বছর ৫,০০০ টাকা এবং একাদশ-দ্বাদশ শ্রেণীতে প্রতি বছর ৬,০০০ টাকা করে পাবেন।
• আবেদন করতে কী কী লাগবে?
(১) আগের পরীক্ষার মার্কশিটের কপি
(২) ইনকাম সার্টিফিকেট
(৩) পরিচয়পত্র হিসেবে আধার কার্ড
(৪) ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতার কপি
(৫) স্কুল ভেরিফিকেশন ফর্ম
• কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হয়।
আপনার মোবাইল বা কম্পিউটারে https://scholarships.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে Central Schemes এর নীচে Ministry of Minority Affairs এর মধ্যে প্রি -ম্যাট্রিক, পোস্ট-ম্যাট্রিক এবং বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপ তিনটিতেই আবেদনের লিংক পেয়ে যাবেন। যেই স্কলারশিপে আবেদন করতে চান সেটির Apply লিংকে ক্লিক করে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো আপলোড করে সবশেষে Sumbit এ ক্লিক করবেন। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
• মৌলানা আজাদ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট– Link
এইরকম আরও নানান স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।