স্কলারশিপ তথ্য

Medhavi Scholarship: আবেদন করুন মেধাবী স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত

আপনি কী ভালো কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন? তাহলে এই স্কলারশিপ নিঃসন্দেহে একটি ভালো চয়েস। এই স্কলারশিপের সবথেকে ভালো দিক হলো যেকেউ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। কোনোরকম ইনকাম সার্টিফিকেট, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের দরকার নেই। শুধু সামান্য কিছু শর্ত রয়েছে। চলুন এবার মেধাবী স্কলারশিপে কীভাবে আবেদন করবেন (Medhavi Scholarship), কারা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

• মেধাবী স্কলারশিপ (Medhavi Scholarship):-
মেধাবী স্কলারশিপ হলো দেশের কেন্দ্র সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক প্রদত্ত একটি ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হয়। এই স্কলারশিপ পেতে হলে অনলাইনে একটি ২০ নম্বরের ছোটো পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা দেওয়া হয়।

বাংলার শস্যবীমা প্রকল্পে আবেদন করুন, ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পেয়ে যাবেন

• মেধাবী স্কলারশিপের মাধ্যমে কতো টাকা দেওয়া হয়?
মেধাবী স্কলারশিপ পরীক্ষায়
° ১ ম স্থানাধিকারী পাবেন – ২০,০০০ টাকা।
° ২ য় স্থানাধিকারী পাবেন – ১০,০০০ টাকা।
° ৩ য় স্থানাধিকারী পাবেন – ৫,০০০ টাকা

এছাড়া
° Type A রা পাবেন – ১,০০০ টাকা।
° Type B রা পাবেন – ৫০০ টাকা।
এবং
° Type C রা পাবেন – ৩০০ টাকা।

এখানে Type A হলো যারা অন্তত ৬০% নম্বর পাবেন অর্থাৎ যারা ২০ এর মধ্যে অন্তত ১৪ পাবেন।

Type B হলো যারা ৫০% থেকে ৬০% এর মধ্যে নম্বর পাবেন অর্থাৎ ২০ এর মধ্যে ১০ থেকে ১৩ এর মধ্যে নম্বর পাবেন।

Type C হলো ৪০% থেকে ৫০% এর মধ্যে মার্কস পাবেন অর্থাৎ ২০ এর মধ্যে ৮ ও ৯ পাবেন।

আজই শুরু করুন ফুচকার ব্যবসা, মাসে আয় ৫০,০০০ হাজার, কিভাবে কি করবেন জেনে নিন

• কারা মেধাবী স্কলারশিপে আবেদন করতে পারবেন?
(১) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

(২) অন্তত দশম পাশ হতে হবে। উঁচু শ্রেণী বা কোর্সে পঠনরত পড়ুয়ারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

• আবেদন ফি – এই স্কলারশিপের জন্য আবেদন করতে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে এই স্কলারশিপের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

• কীভাবে আবেদন করবেন?
(১) প্রথমে প্লে স্টোরে গিয়ে মেধাবী স্কলারশিপের অফিসিয়াল অ্যাপ Medhavi National Scholarship ডাউনলোড করে নেবেন।

(২) এবার Registration অপশনের মধ্যে Scholarship Test এ ক্লিক করে SAMADHAN 2022 এ ক্লিক করতে হবে।

(৩) তারপরে নিজের প্রয়োজনীয় তথ্য ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে।

(৪) আবেদনকারীর দেওয়া ইমেল আইডিতে একটি confirmation mail পাঠানো হবে যেখানে উক্ত ব্যক্তির রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবেন।

(৫) রেজিস্ট্রেশন নম্বর সহ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন।

এরপরে স্কলারশিপের পরীক্ষার দিন অনলাইনে পরীক্ষা দিয়ে দেবেন।

আবেদন করুন টাটা স্কলারশিপে এবং পেয়ে যান বাৎসরিক ৫০,০০০ টাকা

• গুরুত্বপূর্ণ তারিখসমূহ :-

• রেজিস্ট্রেশন শুরুর তারিখ – ৪ ই জুলাই,২০২২
• রেজিস্ট্রেশনের শেষ তারিখ – ১৭ ই আগস্ট,২০২২
• পরীক্ষার দিন – ২৮ শে আগস্ট,২০২২
• উত্তরপত্র প্রকাশের দিন – ২৯ শে আগস্ট,২০২২
• পরীক্ষার রেজাল্ট – ৩১ শে আগস্ট,২০২২
• সফল পরীক্ষার্থীদের ডকুমেন্টস এবং ব্যাংক ডিটেইলস জমা করার তারিখ – ১ থেকে ৩ ই সেপ্টেম্বর, ২০২২
• ভেরিফিকেশন এবং স্কলারশিপ দেওয়া হবে – ২ থেকে ৫ ই সেপ্টেম্বর,২০২২
• সমস্ত ধাপ শেষ হবে – ১০ ই সেপ্টেম্বর, ২০২২

• পরীক্ষার প্যাটার্ন :-

মোট ২০ টি MCQ আসবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। তিনটি ভুল করলে ১ নম্বর নেগেটিভ মার্কিং আছে।
চারটি বিষয় থেকে প্রশ্ন আসবে। যথা–

(১) রিজনিং (৬ টি প্রশ্ন)
(২) কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড (৬ টি প্রশ্ন)
(৩) জেনারেল স্টাডিজ (৪ টি প্রশ্ন)
(৪) ইংরেজি (৪টি প্রশ্ন)

প্রতিটি বিষয়ের জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হবে।

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

স্কলারশিপ সংক্রান্ত এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button