স্কলারশিপ তথ্য

Swami Dayanand Scholarship: আবেদন করুন স্বামী দয়ানন্দ স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি

আপনি কী ভালো কোনো স্কলারশিপে আবেদন করতে চাইছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। স্বামী দয়ানন্দ স্কলারশিপে (Swami Dayanand Scholarship) আবেদন করে পেয়ে যেতে পারেন সর্বোচ্চ এক লক্ষ টাকা অবধি। কীভাবে এই স্কলারশিপে আবেদন করবেন, কী কী লাগবে, কারা আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।

• স্বামী দয়ানন্দ স্কলারশিপ (SDEF Scholarship)
এই স্কলারশিপ স্বামী দয়ানন্দ এডুকেশন ফাউন্ডেশনের (Swami Dayanand Education Foundation) পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সহ অন্যান্য স্নাতকস্তরের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। স্বামী দয়ানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন স্টুডেন্টকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা অবধি স্কলারশিপ দেওয়ার সুযোগ রয়েছে।

Google Pay, PhonePe, Paytm ব্যবহার করছেন? সতর্ক হোন এখনই

• কারা আবেদন করতে পারবেন?
(১) দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬৫% মার্কস কিংবা CGPA সিস্টেমে অন্তত ৬.৫ CGPA পেতে হবে।
(২) পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
(৩) ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, Architecture সহ অন্যান্য ব্যাচেলর কোর্সে পড়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

• আবেদন করতে কী কী লাগবে?
(১) দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট

(২) স্কলারশিপ রিনিউয়াল করাতে চাইলে আগের সেমেস্টারগুলোর মার্কশিট

(৩) বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পরীক্ষায় বসলে উক্ত পরীক্ষার র‍্যাঙ্ক সার্টিফিকেট

(৪) ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট

(৫) ঠিকানার প্রমাণপত্র

(৬) ই-আধার কার্ড বা অরিজিনাল আধার কার্ডের স্ক্যান কপি

(৭) ভর্তির রিসিপ্ট কপি

৫০০০ টাকার মেশিন কিনে শুরু করুন এই ব্যাবসা, মাসে আয় ৩০ হাজার

(৮) কলেজ থেকে দেওয়া Bonafide সার্টিফিকেট

(৯) সিট অ্যালোটমেন্টের কাউন্সেলিং লেটার

(১০) রেশন কার্ড /বিপিএল সার্টিফিকেট / জমি থাকলে সেই সংক্রান্ত সার্টিফিকেট

(১১) কলেজের ফী স্ট্রাকচার যেমন টিউশন ফি/হোস্টেল /মেস এর রিসিপ্ট

(১২) দেশাত্ববোধক গান ও বক্তব্য বিষয়ে আবেদনকারী পড়ুয়ার ৩ মিনিটের একটি ভিডিও ক্লিপ

• কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে আবেদন করতে চাইলে প্রথমে স্বামী দয়ানন্দ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.swamidayanand.org/scholarship-india -এ গিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলো ফিলআপ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আবেদন sumbit করতে হবে।

• হেল্পলাইন নম্বর – +91-120-4146823

• ইমেল আইডি – Scholarships@swamidayanand.org

স্কলারশিপ সংক্রান্ত এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button