Tarbandi Yojana: তারবন্দি যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান ৪০ হাজার টাকা
কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতের কেন্দ্র সরকারের তরফে কৃষকদের সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। আর এই প্রকল্পগুলির তালিকায় আরও একটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম যুক্ত হলো। এই প্রকল্পটি তারবন্দি যোজনা (Government Fencing Scheme) নামে পরিচিত। অধিকাংশ ক্ষেত্রেই কৃষকদের ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন পশু-পাখির কারণে কৃষকদের যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন সময় পশু-পাখি জমিতে ঢুকে ফসলের ক্ষতি করে থাকে। কৃষকরা যাতে এই পশু পাখিদের হাত থেকে ফসল রক্ষা করতে পারেন তার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে তারবন্দি যোজনা নামক এই যোজনাটি কার্যকরী করা হয়েছে। আর আজ আমরা আলোচনা করতে চলেছি এই তারবন্দি যোজনা মারফত কৃষকরা কি কি সুবিধা পাবেন, কিভাবে এই তারবন্দি যোজনায় আবেদন করতে পারবেন, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় (Tarbandi Yojana)।
• চলুন তবে দেখে নেওয়া যাক তারবন্দি যোজনায় কি কি সুবিধা পেতে চলেছেন কৃষকরা?
এই তারবন্দি যোজনার মাধ্যমে ভারতের কেন্দ্র সরকারের তরফে কৃষকদের তাদের জমি তার দিয়ে সম্পূর্ণ ঘিরে ফেলার জন্য প্রয়োজনীয় অনুদান প্রদান করা হয়ে থাকে। এই যোজনার অধীনে কৃষিজমি তারবন্দি করার প্রয়োজনীয় খরচের ৫০ শতাংশ অথবা ৪০ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। এই যোজনার আওতায় সর্বোচ্চ ৪০ হাজার টাকা পেয়ে যাবেন কৃষকরা।
• কারা এই যোজনা সুবিধা পেতে চলেছেন?
কেন্দ্র সরকারের তরফে কার্যকরী অন্যান্য যোজনার মতোই এই তারবন্দি যোজনার সুবিধা পেতে গেলেও কৃষকদের কতোগুলি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলি হল:-
১. যে রাজ্যের কৃষক এই তারবন্দি যোজনায় আবেদন করতে চাইছেন সেই কৃষককে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. এই যোজনায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী কৃষকের অবশ্যই ০.৫ হেক্টর কৃষিযোগ্য জমি থাকতে হবে।
৩. এর পাশাপাশি কৃষকদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, কারণ এই তারবন্দি যোজনার টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
৪. কোন কৃষক যদি এই সংক্রান্ত অন্য কোন যোজনা সুবিধা পেয়ে থাকেন তবে তারা এই যোজনায় আবেদনের যোগ্য নন।
• আবেদনের পদ্ধতি:-
তারবন্দি যোজনায় আবেদনের ক্ষেত্রে কৃষকরা অনলাইন এবং অফলাইন দু’টি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন পদ্ধতিটি কেবলমাত্র আধিকারিকদের জন্য উপলব্ধ রয়েছে। সাধারণ কৃষকদের জন্য এখনও পর্যন্ত অনলাইন পদ্ধতিটি কার্যকরী করা হয়নি। সাধারণ কৃষকদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনিও যদি তারবন্দি যোজনার অনুদানের জন্য আবেদন করতে চান তবে আপনাকে লোকাল কৃষি অফিসে যোগাযোগ করতে হবে।
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারী কৃষকের আধার কার্ড।
২. সঠিক পরিচয়পত্র।
৩. ঠিকানার প্রমাণপত্র।
৪. জমির প্রামাণ্য নথি।
৫. বৈধ মোবাইল নম্বর।
৬. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
৭. আবেদনকারীর রেশন কার্ড।
৮. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।