স্কলারশিপ তথ্য

Tata Scholarship: আবেদন করুন টাটা স্কলারশিপে এবং পেয়ে যান ৫০,০০০ টাকা পর্যন্ত

আপনি কী ভালো কোনো স্কলারশিপে আবেদন করতে চাইছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার অনেক কাজে লাগবে। টাটা ক্যাপিটাল স্কলারশিপের (Tata Scholarship) মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকস্তর অবধি পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। কীভাবে এই স্কলারশিপে আবেদন করবেন, কী কী লাগবে, কারা আবেদন করতে পারবেন, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।

• দ্য টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (The Tata Capital Pankh Scholarship)-
এই স্কলারশিপের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে সাধারণ ও প্রফেশনাল স্নাতক কোর্স পর্যন্ত পড়ুয়াদের সর্বোচ্চ ৫০,০০০ টাকা অবধি স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপের তিনটি ভাগ রয়েছে। যথা –

১) The Tata Capital Pankh Scholarship Programme for Class 6 to 12 Students 2022-23

(যেসকল ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন)

২) The Tata Capital Pankh Scholarship Programme for General Undergraduate Courses 2022-23

(যেসকল ছাত্রছাত্রীরা B.Com, B.Sc, B.B.A, B.A, ডিপ্লোমা , পলিটেকনিক ইত্যাদি কোর্সে পড়ছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন)

৩) The Tata Capital Pankh Scholarship Programme for Professional Undergraduate Courses 2022-23

(যেসকল ছাত্রছাত্রীরা ভারতবর্ষের কোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, Law ইত্যাদি বিভিন্ন প্রফেশনাল কোর্সে পড়ছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন)

এক ধাক্কায় প্রায় ২০০ টাকা কমলো রান্নার গ্যাসের দাম

• কারা আবেদন করতে পারবেন?
(১) ভারতবর্ষের নাগরিক হতে হবে।

(২) ভারতবর্ষের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়তে হবে।

(৩) ক্লাস 6 থেকে স্নাতকস্তর পর্যন্ত পঠনরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

(৪) আগের ক্লাসে নূন্যতম ৬০% নম্বর পেতে হবে।

(৫) পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

(৬) টাটা কোম্পানি এবং Buddy4Study এর কর্মীদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না।

• কতো টাকা করে দেওয়া হবে?
আপনি যেই কোর্সে পড়ছেন সেই কোর্সের টিউশন ফী এর ৮০% পর্যন্ত এই স্কলারশিপের মাধ্যমে আপনাকে দেওয়া হবে।

(১) ক্লাস 6 থেকে 12 অবধি পঠনরত পড়ুয়াদের সর্বোচ্চ ১২,০০০ টাকা অবধি দেওয়া হবে।

(২) সাধারণ স্নাতকস্তরে যথা– B.Com, B.Sc, B.B.A, B.A, ডিপ্লোমা ,পলিটেকনিক ইত্যাদি কোর্সে পঠনরত পড়ুয়াদের সর্বোচ্চ ২০,০০০ টাকা অবধি দেওয়া হবে।

(৩) প্রফেশনাল স্নাতক কোর্স যথা:– ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, Law ইত্যাদি বিষয় নিয়ে পড়া পড়ুয়াদের সর্বোচ্চ ৫০,০০০ টাকা অবধি দেওয়া হবে।

প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না কোনো শিক্ষক, ধরা পড়লে কঠিন শাস্তি

• আবেদন করতে কী কী লাগবে?
(১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
(২) ব্যাংকের পাসবুকের কপি
(৩) আগের বছরের মার্কশিট
(৪) ইনকাম সার্টিফিকেট
(৫) সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)
(৬) ভর্তির রিসিপ্ট কপি
(৭) চলতি শিক্ষাবর্ষের ফী রিসিপ্ট
(৮) প্রতিবন্ধী ও কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

• কীভাবে আবেদন করবেন?
(১) প্রথমে Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি যেই ক্যাটাগরির টাটা স্কলারশিপে আবেদন করবেন সেটির Apply Now অপশনে ক্লিক করবেন। আবেদনের লিঙ্ক– Link

(২) এবারে স্কলারশিপের আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য ফিল আপ করবেন এবং উপরোক্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন।

(৩) সমস্ত তথ্য পূরণ করার পরে আবেদনপত্রটি পুনরায় ভালো করে চেক করে নিয়ে সবশেষে Sumbit করবেন।

৫০০০ টাকার মেশিন কিনে শুরু করুন এই ব্যাবসা, মাসে আয় ৩০ হাজার

• আবেদনের সময়সীমা– ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ – ৩১ শে আগস্ট,২০২২

• হেল্পলাইন নম্বর – 011-430-92248 (সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত)

• ইমেল আইডি– pankh@buddy4study.com

স্কলারশিপ সংক্রান্ত এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button