Mobile sell: পুরোনো মোবাইল বিক্রি করবেন ভাবছেন? সাবধান, নিজের বিপদ নিজে ডেকে আনছেন নাতো!
পুরোনো মোবাইল বিক্রি করে দেবেন ভাবছেন? তবে কিছুটা সময় বের করে এই পোস্টটি একবার পড়ুন এবং এই ভয়ঙ্কর ভুল করার থেকে নিজেকে বিরত রাখুন।
আমরা অনেক সময় আমাদের পুরোনো মোবাইল এর ওর কাছে বিক্রি করে দিই এই ভেবে যে হাতে কয়টি পয়সা আসবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন আপনার পুরোনো মোবাইল বা সহজ ভাষায় বলতে গেলে আবর্জনা কিছু মানুষের কাছে টাকার খনি (Mobile sell)
আমরা আমাদের মোবাইল ব্যবহার করবার সময় তাতে বিভিন্ন ধরনের তথ্য সেভ করে রাখি, সে আমাদের কোনো ব্যাক্তিগত ছবিই হোক বা কোনো গুরুত্বপূর্ণ ডকোমেন্স। এবার যখন মোবাইলটিতে সমস্যা দেখা দেয় তখন সেটিকে আমরা কম দামে বিক্রি করে দিই। সেখানেই আমরা করি সবচেয়ে বড়ো ভুল।
বর্তমানে বাজারে এমন কিছু শক্তিশালী সফ্টওয়্যার এসেছে যেগুলো আমাদের মোবাইলের ডাটা খুব সহজে রিকভার করতে পারে, অর্থাৎ আপনি যা ডিলিট করে দিয়েছেন আপনার মোবাইল কিনে নিয়েই কিছু অসৎ লোক সেই ডাটা রিকভার করে।
শুনলে অবাক হবেন এই সমস্ত সফ্টওয়্যার এতটাই শক্তিশালী যে আপনি দু-তিনবার মোবাইল রিসেট করবার পরও এরা অনায়াসে আপনার ডাটা রিকভার করতে পারে।
অর্থাৎ আপনার সেই গুরুত্বপূর্ণ ছবি কিংবা ডকোমেন্স কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সমস্ত কিছু সেই ব্যাক্তির হাতে। বর্তমানে এই ধরনের ঘটনা প্রায়ই শোনা যায় যে, এই প্রক্রিয়া কাজে লাগিয়ে বিভিন্ন অসাধু ব্যাক্তি বিভিন্ন মানুষকে হেনস্থা করেছে তাদের কাছে অহেতুক টাকা দাবি করছে।
বিভিন্ন টেকনোলজিস্ট এর মতে, আপনার মোবাইল যদি একান্তই বিক্রি করতেই হয়, তবে সেটিকে ৫ থেকে ৬ বার রিসেট করুন এবং প্রতিবার রিসেট করবার পর তাতে এমন কিছু ফাইল আপলোড করুন যেগুলো আপনার কোনো কাজের নয়।