গোটা রাজ্য জুড়ে ১৩ হাজার আশা কর্মী নিয়োগ
আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই পোস্টটি আপনার জন্য। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি আশা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। যেহুতু আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলা ভিত্তিক হয়ে থাকে তাই প্রতিটি জেলার ব্লক অফিস থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। রাজ্যের ২৩ টি জেলায় এই নিয়োগটি হবে। এই পদগুলোর জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে সমস্ত শর্তাবলী মেনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, কতজন নিয়োগ করা হবে? সমস্ত নীচে আলোচনা করা হলো।
• নিয়োগকারী দপ্তর:- WB Health Department •পদের নাম- আশা কর্মী (মহিলা)। • এই পদে মোট শূন্যপদ ১৩ হাজারেরও বেশি। • এই পদে আবেদনের জন্যে আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। • এই পদে কেবলমাত্র বিবাহিতা/বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। এবং আবেদনকারী যদি স্বনির্ভর গোষ্ঠী বা সেল্ফ হেল্প গ্রুপ-এর সদস্যা হয়ে থাকেন তবে সেক্ষেত্রে সেই আবেদনকারী অগ্রাধিকার পাবে।
• আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল- ° বয়সের প্রমাণপত্র ( বার্থ সার্টিফিকেট/ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড), ° রেসিডেন্সিয়াল প্রমাণপত্র (ভোটার কার্ড/ রেশন কার্ড), ° দু’কপি পাসপোর্ট সাইজের কালার ফটোকপি, ° কাস্ট সার্টিফিকেট, ° আবেদনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হলে সেটির প্রমাণপত্র।
ভারতীয় রেল নির্মাণ ফ্যাক্টরিতে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, যোগ্যতা- মাধ্যমিক পাশ
|
|
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ- আগামী কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিঞ্জপ্তি পেতে আমাদের সাইটে নজর রাখুন।
আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন
|
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
• এবং যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব