আশা প্রকল্পে কর্মী নিয়োগ। বেতন ৩২ হাজার – Workers recruitment in Asha prokolpo 2021
আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই পোস্টটি আপনার জন্য। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি আশা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে সমস্ত শর্তাবলী মেনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, কোন পদে কতজন নিয়োগ করা হবে? সমস্ত নীচে আলোচনা করা হলো।
• পদের নাম – Name of the post in Asha prokolpo – Urban Asha Coordinator |
• বেতনঃ-(Salary of the post in Asha prokolpo)- এই পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২ হাজার টাকা। • যোগ্যতাঃ-(Qualification for the post in Asha prokolpo)- এই পদে আবেদন করতে আপনাকে ○ master of Public কিংবা Social Work কিংবা business administration healthcare কিংবা hospital administration এর ওপর Master ডিগ্রি থাকতে হবে। ○ health program management কিংবা community mobilization কিংবা disease surveillance কিংবা monitoring কিংবা evaluation এর ওপর দু বছরের qualification experience থাকতে হবে। ○ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
• বয়সঃ-(Age Limit of the candidates for applying in the post of Asha prokolpo)- এই পদে আবেদন করবার জন্য আপনার বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। SC-ST-OBC আবেদনকারীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন। |
• আবেদন ফিঃ-(Fees for application of the post in Asha prokolpo)- এই পদে আবেদন করতে আবেদন ফিস লাগবে ১০০ টাকা।
|
• আবেদন পদ্ধতিঃ-(Process of application for the post in Asha prokolpo)- |
প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে। এদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/ এ গিয়ে নিদিষ্ট ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। সবার প্রথমে বলে রাখি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউলোড করে ভালো করে পড়ে তারপর আবেদন করবেন। |
• প্রার্থী নিয়োগঃ- (Process of recruitment of the post of Asha prokolpo)-
|
তিনটি প্রসেসের মাধ্যমে এই পদে নিয়োগ হবে। ○ লিখিতো পরীক্ষা ○ কম্পিউটার টেস্ট ○ ইন্টারভিউ |
• আবেদনের শেষ তারিখঃ-(Last date of application in the post of Asha prokolpo)-
|
আবেদনের শেষ তারিখ চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত। |
• অফিসিয়াল ওয়েবসাইটঃ- ( Official Website of the Department of Agriculture of Uttarbanga )- https://www.wbhealth.gov.in/ |
○ অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লি করুন– Download |
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
• এবং যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব