চাকরির পরীক্ষা

রাজ্যের স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ, আজই আবেদন করুন । West Bengal Assistant Teacher Recruitment 2022

করোনা অতিমারির কারনে অনেকেই নিজেদের কাজ হারিয়েছে , বহু মানুষ তাদের জীবন-জীবিকা বদলেছে। পরিস্থিতি একটু একটু করে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এর মধ্যেই রাজ্যের বাংলা মাধ্যমের কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল স্থায়ী পদে শিক্ষক নিয়োগের (West Bengal Assistant Teacher Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।কোন পদে নিয়োগ করা হবে? শূন্য পদ কতো? কোথায় আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কতো এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:-

• কোন পদে নিয়োগ:- স্থায়ী পদে আসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।

• শূন্যপদ কত:- মোট শূন্য পদ রয়েছে ৩টি । UR ক্যাটাগরিদের জন্য রয়েছে ২টি সিট। এবং OBC-A দের জন্য রয়েছে ১টি সিট।

• কোন বিষয়ের জন্য নিয়োগ করা হবে:- নবম ও দশম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
এবং জীবন বিজ্ঞান ও ইতিহাসের জন্য আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি:- আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফর্মটি পূরণ করে, তারসাথে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আপনার বায়োডেটা আ্যাটাচ করে একটি খামে ভরে , নির্দিষ্ট বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের অফিসে জমা দিয়ে আসতে হবে।

বি:দ্র:- কোরিয়ার সার্ভিস/ স্পিড পোস্ট বা ইমেল/ ফ্যাক্স এর মাধ্যমে পাঠানো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না ।

• আবেদন প্রার্থীর যোগ্যতা:-
১।আবেদন প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কমপক্ষে তাকে ৩০০ নম্বর পেতে হবে।

২। এছাড়াও আপনার B.Ed কোর্স টি কমপ্লিট করা থাকতে হবে।

৩। TET পরীক্ষায় পাশ করতে হবে।

৪। আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

• আবেদনের জন্য নির্ধারিত মূল্য:- আবেদনের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন OBC ক্যাটাগরির প্রার্থীরা তাদের জন্য ৪০০ টাকা ফি ধার্য করা হয়েছে। এবং UR ক্যাটাগরিদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে ।

• নিয়োগের স্থান:- নিয়োগ হবে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলে। উপরোক্ত আলোচিত প্রতিটি শূন্যপদের জন্য শুধু মাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনের যোগ্যমাত্র।

• আবেদনের তারিখ:- আবেদনের জন্য ১৮/০৫/২০২২ থেকে ২৮/০৫/২০২২ এর মধ্যে আবেদন করতে হবে। সময় সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• আবেদন পত্র:- Link

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button