সরকারি প্রকল্প

অটোল পেনশন যোজনা কি? এর বিস্তারিত আলোচনা

 

অটোল পেনশন যোজনা, atal pension yojana

আজ আমরা আলোচনা করতে চলেছি কেন্দ্রীয় সরকারের অটোল পেনশন যোজনা নিয়ে। ২০১৫-২০১৬ এর বাজেটে ভারত সরকার এই প্রকল্পটির কথা ঘোষনা করেন। এই যোজনার মূল ব্যাপারটি হলো আপনি আপনার ৬০ বছর হওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট অ্যামাউন্ট এই যোজনায় দেবেন এবং এরপর আপনার ৬০ বছর হলে আপনি পেনশন হিসেবে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পাবেন। চলুন আজ জেনে নিই এই পেনশন যোজনার বিস্তারিত।


কে বা কারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন’- 

○আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে।

○আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।


স্বাস্থ্য সাথী কার্ড নেই?  আবেদন করুন আজই


○আপনি যদি কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তবে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

○এই প্রকল্প আপনাকে মিনিমাম ২০ বছর চালাতে হবে তবেই আপনি পেনশন পাবেন। 

○আপনার ব্যাঙ্কে বই থাকতে হবে এবং সেই বইতে আধার লিঙ্ক হতে হবে।



আবেদন পদ্ধতিঃ- এই যোজনার আবেদন করবার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেটি হলো,


○যেকোনো ব্রাঞ্চ বা পোষ্টঅফিসে এই যোজনায় আবেদন করবার জন্য ফর্ম পেয়ে যাবেন। আপনি চাইলে অনলাইনেও ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবেন।


লক্ষীর ভান্ডার প্রকল্পের লিস্টে আপনার নাম উঠেছে কি? দেখে নিন, টাকা কবে থেকে পাবেন


বলে রাখা ভালো আপনি ভবিষ্যতে কত টাকা পেনশন নিতে চান তার ওপর ভিত্তি করে আপনাকে এই যোজনায় টাকা দিতে হবে, একটি সাধারন হিসাব অনুযায়ী,  আপনার বয়স যদি ১৮ বছর হয় তবে আপনি ৪২ বছর এই যোজনা চালাবেন এবং আপনি যদি আপনার ৬০ বছর পর ১০০০ টাকা করে পেনশন পান তবে আপনাকে প্রতি মাসে ৪২ টাকা করে দিতে হবে।


এবার ধরুন আপনার বয়স ১৮ আপনি ৪২ বছর পর ৫০০০ টাকা করে পেনশন চান সেক্ষেত্রে আপনাকে ২১০ টাকা প্রতি মাসে দিতে হবে।


%25E0%25A6%2585%25E0%25A6%259F%25E0%25A7%258B%25E0%25A6%25B2 %25E0%25A6%25AA%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A6%25B6%25E0%25A6%25A8 %25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A6%25BE atal pension yojana

*আপনার যখন ৬০ বছর হয়ে যাবে তখন আপনি আপনার নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন তারা আপনার পেনশন চালু করে দেবে।


যুবশ্রী প্রকল্পে নিজের নাম নতিভুক্ত করুন এবং পেয়ে যান প্রতি মাসে ১৫০০ টাকা।


• এরকম আরো খবর পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- LINK

• যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button