টেক নিউজ

ATM Card ব্লক হয়ে গেছে, আনব্লক করবেন কিভাবে, জেনে নিন এখনই

ব্যাংকে জমানো টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অন্যতম প্রয়োজনীয় বস্তুটি হলো এটিএম ATM Card। এটিএম কার্ডের মাধ্যমে একদিকে আপনারা যেমন ব্যাংকে জমানো টাকা যেকোনো প্রয়োজনে হাতে পেতে পারেন, অন্যদিকে এই এটিএম কার্ড হারিয়ে গেলে কিংবা ব্লক হয়ে গেলে আপনাকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে অনেকক্ষেত্রেই ভুলবশত এটিএম কার্ড ব্লক হয়ে যায়। কিংবা যেকোনো সমস্যা থেকে বাঁচার জন্য গ্রাহক নিজেই এটিএম কার্ডের সমস্ত পরিষেবা বন্ধ করে দেন কিংবা ব্লক করে দেন।

কিন্তু আপনারা কি জানেন একবার এটিএম কার্ড ব্লক করা হয়ে গেলে সেটি আনব্লক করবেন কিভাবে কিংবা পুনরায় সেই কার্ডটিকে চালু করবেন কিভাবে? যদি না জেনে থাকেন তবে আমরা আপনার জন্য এই পোস্টে এমন একটি বিশেষ তথ্য নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ব্লক হয়ে যাওয়া এটিএম কার্ডটি পুনরায় চালু করতে পারবেন।

চলুন তবে দেখে নেওয়া যাক ব্লক হয়ে যায় এটিএম কার্ড আপনারা কিভাবে পুনরায় আনব্লক করবেন?

১. অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, নাগরিকরা তাদের প্রয়োজনীয় পাসওয়ার্ডগুলি ভুলে যান, যার কারণে তাদের নানা ভাবে সেই ভুলের মাশুল গুনতে হয়। তবে আপনি যদি আপনার এটিএম এর পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এবং যেকোনো স্থানের যেকোনো এটিএম মেশিন থেকে টাকা তোলার সময় আপনি যদি তিনবার ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন তবে আপনার এটিএম কার্ডটি ব্লক হয়ে যাবে। তবে এইভাবে ভুল পাসওয়ার্ড এর কারণে আপনার এটিএম কার্ড যদি ব্লক হয়ে যায় তবে চিন্তা করার কোনো কারণ নেই। ২৪ ঘণ্টা পর আপনার কার্ডটি একাই চালু হয়ে যাবে এবং আপনি পুনরায় সেটিকে সঠিক পাসওয়ার্ড এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কার্ড আনব্লক করার জন্য বিশেষ কসরত করতে হবে না।

সমগ্র দেশের যেকোনো জায়গা থেকেই তুলতে পারবেন রেশন, কিভাবে জেনে নিন এখনই

২. তবে অনেকক্ষেত্রেই দেখা যায়, গ্রাহকরা বিভিন্ন রকমের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য নিজেদের এটিএম কার্ডটি ব্লক করে দেন। আবার অনেক গ্রাহকের এটিএম কার্ড হারিয়ে গেলে সেই এটিএম কার্ডটি তারা ব্লক করে দিয়ে থাকেন। আপনিও যদি এই একই কারণে আপনার এটিএম কার্ডটি ব্লক করে থাকেন তবে আপনাকে যতো শীঘ্র সম্ভব একটি নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করতে হবে। এরপর ব্যাংকের তরফে আপনাকে ৫ থেকে ৭ দিনের মধ্যে একটি নতুন এটিএম কার্ড দেওয়া হবে। তবে এক্ষেত্রে নতুন এটিএম কার্ডের জন্য আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে আবেদন জানাতে হবে এবং প্রয়োজনে আপনার আইডেন্টিটি প্রুফও দেখাতে হতে পারে। আপনার আবেদনটি ব্যাংক ৪৮ ঘণ্টা থেকে শুরু করে পাঁচ দিনের মধ্যে ফরোয়ার্ড করবে। এরপর সমস্ত প্রক্রিয়া মিটে গেলে আপনি আপনার নতুন এটিএম কার্ডটি হাতে পেয়ে যাবেন।

Written by Sourav Talukder

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button