ব্যাঙ্ক ও পোস্ট অফিস

Bank Interest Rate – এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে যে কোন বিনিয়োগে পান ডবল মুনাফা।

Bank Interest Rate – ডবল মুনাফা ছাড়াও থাকছে আরও অনেক সুবিধা, জানুন বিস্তারিত।

এই ব্যাঙ্কে ইনভেস্ট করলে টাকা হবে দ্বিগুণ। চলে এলো স্কিম সেরার সেরা স্কীম (Bank Interest Rate)। আমরা সকলেই জানি ইনভেস্টমেন্ট যত দীর্ঘদিন করা থাকবে তত রিটার্ন ও বেশি আসবে। শুধু ব্যাঙ্ক না যেকোনো মার্কেটের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়। এবার অ্যাক্সিস ব্যাঙ্কও তেমন একটি প্ল্যান আনতে চলেছে তাদের ইনভেস্টমেন্ট স্কিমে।

রিজার্ভ ব্যাংক কিছুদিন আগেই রেপো রেট বাড়িয়েছে। সেই রেট বাড়ার সাথেই সাথেই প্রতিটি ব্যাঙ্ক তাদের Fd তে ইন্টারেস্ট বাড়িয়েছে (Bank Interest Rate)। তেমন অল্প দিনের জন্য যদি FD তে ইনভেস্ট করা হয় যেমন ৭ থেকে ৪৫ দিনের স্কিমে সেক্ষেত্রে সাড়ে তিন শতাংশ সুদ পাওয়া যাবে। ৪৬ দিন থেকে ৬০ দিনের মধ্যে সুদের হার টাকা রাখলে ৪ শতাংশ হারে টাকা পাওয়া যাবে। ৬১দিন থেকে ৩মাসের জন্য সাড়ে চার শতাংশ সুদের হার পাওয়া যাবে।

এই 2 ব্যাঙ্কের নামে RBI এর ফতোয়া জারি, গ্রাহকরা হারাতে পারেন টাকা।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যেকোনো ব্যাঙ্কই বেশি ইন্টারেস্ট ফেরত দেয়। অ্যাক্সিক ব্যাঙ্ক ৭.৮৫ শতাংশ ইন্টারেস্ট দেয়। ১৩ মাস থেকে ২বছরের জন্য ফিক্সড ডিপোজিটে দেয় ৬.৭৫ শতাংশ যেখানে সেখানে প্রবীণদের জন্য এটা সাড়ে সাত শতাংশ।

সর্বোচ্চ সুদের হার রেখেছে ব্যাঙ্ক ৭ .২৬ শতাংশ (Bank Interest Rate)। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই হার ৮.০১ শতাংশ। আর এই ফিক্সড ডিপোজিট যদি কেউ ১০বছরের জন্য করে তাহলে সে ৭.৭৫ শতাংশ হারে ২১,৫৪,৫৬৩ টাকা পাবে। সুদ পাবে টোটাল ১১, ৫৪,৫৬৩ টাকা। আর একজন সাধারণ মানুষ পাবে ৭ শতাংশ সুদ ১০বছরের মধ্যে।

এবার যদি আপনি ১০ বছরের জন্য ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ২০ লাখ । ৭ শতাংশ হারে সুদ দিলে। FD তে টাকা রেখে দ্বিগুণ করা সিনিয়র সিটিজেনদের সহজ কাজ। ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করলে আপনার টাকা আপনি পাবেনই তাই নিশ্চিন্তে ইনভেস্ট করুন।

ব্যাংক না পোষ্ট অফিস, কোথায় টাকা রাখলে বেশি লাভ, হিসাব দেখে সিদ্ধান নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button