ব্যবসা-বানিজ্য

এই সপ্তাহে দুদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক, জেনে নিন বিস্তারিত । Bank Holiday for this two days

আপনি কী এরমধ্যে কোনোদিন ব্যাংকে যেতে চাইছেন? তাহলে এই খবরটি পড়ে নিন। জুন মাসের এই সপ্তাহেরই দুদিন দেশের বিভিন্ন জায়গার ব্যাংকে সরকারি ছুটি থাকবে (Bank Holiday)। তবে দেশের সমস্ত ব্যাংকে কিন্তু এই ছুটি থাকবে না। কিছু নির্দিষ্ট জায়গার ব্যাংকগুলো বন্ধ থাকবে। এবারে চলুন জেনে নেওয়া যাক, কোন দিন কোথায় ব্যাংক বন্ধ থাকবে

• ১৪ ই জুন, ২০২২ (মঙ্গলবার) সন্ত কবির জয়ন্তী উপলক্ষ্যে হিমাচল প্রদেশ, পাঞ্জাব,হরিয়ানা,চন্ডীগড়, ওড়িশাতে ব্যাংকগুলো ছুটি থাকবে।

• ১৫ ই জুন, ২০২২ (বুধবার) রাজা সংক্রান্তি / গুরু হরগোবিন্দজির জন্মদিন / Y. M. A ডে উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীর, ওড়িশা, মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে।

এই ছুটিগুলোর পাশাপাশি ব্যাংকে নিয়ম অনুসারে প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারও ব্যাংকগুলো বন্ধ থাকে। এই জুন মাসের পরবর্তী ব্যাংক ছুটি থাকার দিনগুলো হলো –

• ১৯ শে জুন,২০২২ (রবিবার)
• ২২ শে জুন,২০২২ (বুধবার) – খারচি পুজো উপলক্ষ্যে শুধুমাত্র ত্রিপুরায় ব্যাংক ছুটি থাকবে।
• ২৫ শে জুন, ২০২২ (চতুর্থ শনিবার)
• ২৬ শে জুন, ২০২২ (রবিবার)
• ৩০ শে জুন, ২০২২ (বৃহস্পতিবার) – রমনা নী এর জন্য শুধু মিজোরামে ব্যাংক ছুটি থাকবে।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে ব্যাংকে তিনধরণের ছুটি দেওয়া হয়।

১) Holiday Under Negotiable Instruments Act

২) Holiday Under Negotiable Instruments Act and Real Time Gross Settlement Holiday

৩) Banks Closing of Accounts

১৪ ও ১৫ ই জুনের ছুটি দু’টি প্রথম ধরনের অর্থাৎ ‘হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’ -এর মধ্যে পড়ে। তাই বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট উৎসবের জন্য বিশেষ ছুটি থাকে। এইদিন দেশের সমস্ত ব্যাংকে ছুটি নাও থাকতে পারে। আপনি ব্যাংক সংক্রান্ত ছুটির বিষয়ে আরও জানতে আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করেও জানতে পারেন – https://m.rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button