ব্যাঙ্ক ও পোস্ট অফিস

Bank holidays: আগস্ট মাসে বন্ধ থাকতে চলেছে ১৩ দিন ব্যাঙ্ক, দেখে নিন কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক

বর্তমানে ডিজিটালাইজেশনের কারণে ব্যাংকের বিভিন্ন কাজগুলি বাড়িতে বসেই করা সম্ভব। করোনা মহামারীর কারণে দু’বছর ভারতজুড়ে লকডাউনের কারণে বিভিন্ন ব্যাংকের তরফে তাদের অনলাইনের পরিষেবাগুলি আরও বাড়ানো হয়েছে। তবুও ব্যাংকের এমন কিছু কাজ রয়েই যায় যেগুলি একমাত্র ব্যাংকে সশরীরে উপস্থিত থেকে করা সম্ভব। তবে বিভিন্ন কাজ করার জন্য আপনি যেদিন ব্যাংকে গেলেন সেই দিন যদি কোনো কারণে ব্যাংক ছুটি থাকে তবে সমস্ত কাজ পন্ড। আর তাই আগে থেকেই ব্যাংকের বিভিন্ন ছুটির দিনগুলো জানা আবশ্যক। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফে প্রকাশ করা হয়েছে আগস্ট মাসে ব্যাংকের ছুটির লিস্ট। আর আজ আমরা আপনাদের জন্য এই ছুটি লিস্ট নিয়েই হাজির হয়েছি (Bank holidays)।

• চলুন তবে দেখে নেওয়া যাক আগস্ট মাসে কি কি কারণে ক’দিন ছুটি রয়েছে:-
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে তাদের অধীনস্থ সমস্ত ব্যাংকগুলি ছুটির দিনগুলি তিন ভাগে ভাগ করা হয়, যথা:- নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি, রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ। আগস্ট মাসে ব্যাংকের অধিকাংশ ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন উৎসবের কারণে। যদিও বিভিন্ন উৎসবগুলি শহর কিংবা রাজ্যের ক্ষেত্রে ভিন্ন। এছাড়াও রবিবার সহ মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটির কারণেও ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। আর এই সমস্ত উৎসব এবং সাপ্তাহিক ছুটিগুলির কথা মাথায় রেখেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে আগস্ট মাসে ব্যাংক ছুটির তালিকা। ব্যাংক ছুটি থাকতে চলেছে ১৩ দিন।

আজ থেকে চালু হচ্ছে রেশন তোলার নতুন নিয়ম, জেনে নিন এখনই

• ব্যাংকের ছুটির তালিকা:-
১. ১লা আগস্ট দ্রুকপা সে-জি উৎসবের দরুণ শুধুমাত্র সিকিমের ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
২. ৮ই মহরম উপলক্ষ্যে শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরের ব্যাংকগুলিতে কোনরূপ পরিষেবা পাবেন না গ্রাহকরা।
৩. ৯ই আগস্ট আগরতলা, আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বই, নাগপুর, দিল্লি, পাটনা, রায়পুর এবং রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে মহরমের কারণে ব্যাংক ছুটি থাকতে চলেছে।
৪. ১১ই আগস্ট রাখি উৎসবের কারণে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।
৫. ১২ ই আগস্টও রাখি উৎসবের কারণে ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
৬. ১৩ ই আগস্ট দেশপ্রেম দিবস হিসেবে কেবলমাত্র ইম্ফলের ব্যাংকগুলি বন্ধ থাকবে।
৭. ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে ছুটি থাকতে চলেছে সমস্ত ব্যাংকগুলি।
৮. ১৬ ই আগস্ট পারসি নববর্ষ উপলক্ষ্যে বেলাপুর, মুম্বই এবং নাগপুরের ব্যাংকগুলিতে কোনোরূপ পরিষেবা পাওয়া যাবে না।

এই ট্রিকসটি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ এর ডিলিট করে দেওয়া মেসেজ দেখুন এক মিনিটে

৯. ১৮ ই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষ্যে ভুবনেশ্বর, দেরাদুন, কানপুর এবং লখনউ এর ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
১০. ১৯ শে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্যাংকগুলিতে কোনরূপ পরিষেবা পাবেন না গ্রাহকরা।
১১. ২০ শে আগস্ট শ্রীকৃষ্ণ অষ্টমী উপলক্ষ্যে কেবলমাত্র হায়দ্রাবাদের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকতে চলেছে।
১২. ২৯ শে আগস্ট শ্রীমন্ত শঙ্করদেবের তিথি উদযাপনের দরুণ কেবলমাত্র গোয়াহাটির ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
১৩. ৩১ শে আগস্ট গণেশ চতুর্থী কিংবা বিনায়ক চতুর্থী উদযাপনের জন্য আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, নাগপুর এবং পানাজি এর ব্যাংকগুলিতে ছুটি থাকবে।

যদিও এই সকল দিনগুলিতে অনলাইনে সমস্ত পরিষেবাই পেতে চলেছেন ব্যাংকের গ্রাহকরা।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button