চাকরির পরীক্ষা

অঙ্গনওয়াড়িতে ICDS কর্মী নিয়োগ, পরীক্ষার রেজাল্ট নিয়ে বড়ো ঘোষণা PSC এর । Big Announcement about ICDS Result

ICDS পরীক্ষার রেজাল্ট নিয়ে বড়ো ঘোষণা করলো পশ্চিমবঙ্গ পিএসসি (WBPSC)। অনেকেই অধীর আগ্রহে ICDS পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় বহুদিন ধরে বসে ছিলেন, কিন্তু পরীক্ষা সংক্রান্ত নতুন কোনো আপডেট না আসার ফলে সকলেই হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন। তাদের মুখে হাসি ফুটিয়ে এবারে রেজাল্টের দিনক্ষণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। উল্লেখ্য, মোট ৩০০০ শূন্যপদে মহিলা আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে।

• কী রয়েছে পিএসসির নোটিশে?
° ২০১৯ সালের ICDS সুপারভাইজার (শুধুমাত্র মেয়েদের জন্য ) নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশিত হবে (জুন মাসের মধ্যেই)।

° এরপরে অনলাইন ভেরিফিকেশনের জন্য নথি (Document) আপলোড ১ লা জুলাই,২০২২ থেকে শুরু হবে।

° তারপরে ICDS সুপারভাইজারের শুন্যপদগুলোতে ইন্টারভিউ প্রক্রিয়া ২৫ শে জুলাই,২০২২ থেকে শুরু হবে।

সূত্রের খবর, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নথিবদ্ধ করা, মেরিট লিস্ট তৈরী করা ইত্যাদি সব কাজই PSC সম্পন্ন করেছে। এবার পরীক্ষার ফলপ্রকাশের জন্য শুধুমাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে। রেজাল্ট বেরোলে https://wbpsc.gov.in/results.jsp এই ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি নিজের রেজাল্ট দেখতে পারবে।

• অফিসিয়াল নোটিশ – Link

• পিএসির অফিসিয়াল ওয়েবসাইট – Link

এরকমই চাকরির পরীক্ষা সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকে আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button