LPG Cylinder Subsidy: রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে রীতিমতো বড় ঘোষণা কেন্দ্র সরকারের, এখন মাত্র ৫৮৭ টাকাতেই পাওয়া যাবে রান্নার গ্যাস
বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত জুড়েও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রীতিমতো আকাশছোঁয়া। আর এই মূল্যবৃদ্ধির বাজারে সমস্ত দিক সামাল দিতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা ভারতীয় নাগরিকদের। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামও যথেষ্ট বেশি।
দেশজুড়ে উৎসবের আবহে সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে এলপিজির ভর্তুকি নিয়ে রীতিমতো বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার জেরে আখেরে লাভবান হবেন ভারতীয় নাগরিকরাই।
চলুন তবে দেখে নেওয়া যাক বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের ভর্তুকি নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার?
করোনা মহামারীর কারণে বিগত দুই বছরে ভারত যে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার জেরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাড়িতে রান্নার কারণে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হতো তা দেওয়া বন্ধ করা হয়েছে।
ফলত ভারতীয় নাগরিকদের কোনরকম ভর্তুকি ছাড়াই এলপিজি সিলিন্ডার নায্য দামি কিনে নিতে হচ্ছে। যার জেরে ভারতীয় জনসাধারণের ভাঁড়ারে টান পড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও এলপিজি সিলিন্ডার প্রতি ভর্তুকি ফিরিয়ে আনার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে।
ইতিমধ্যেই ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিতে এলপিজি সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছে। যার জেরে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারে ভর্তুকি প্রদানের প্রক্রিয়াও খুব শীঘ্রই চালু করা হবে বলে মনে করা হচ্ছে।
ভর্তুকি দেওয়া হলে কতো দামে মিলবে এলপিজি সিলিন্ডার?
আগামী দিনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার প্রক্রিয়া চালু করা হলে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন মাত্র ৫৮৭ টাকায়। ইতিমধ্যেই পুনরায় রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি গ্যাসের জন্য ভর্তুকি প্রদানের প্রক্রিয়া চালু করার জন্য আবেদন জানিয়ে অর্থ মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই আবেদন অনুমোদন পাবে এবং আগামী মাস থেকেই সমস্ত ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টে এলপিজি সিলিন্ডার প্রতি ৩০৩ টাকা করে ভর্তুকি পৌঁছে যাবে।
যোগ্যতা থাকলেও ছাত্র-ছাত্রীরা পাবেন না ওয়েসিস স্কলারশিপের অনুদান, কেনো তা জেনে নিন
ইতিপূর্বে বারংবার বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও কোনোভাবেই কমেনি রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম। দেশজুড়ে একদিকে নবরাত্রি এবং অন্যদিকে দুর্গাপূজার রেশ এখনো কাটেনি, এরই মধ্যে এইরূপ তথ্য সামনে আসায় রীতিমতো স্বস্তিতে রয়েছেন সমগ্র দেশের জনসাধারণ।