রেশন তোলা নিয়ে বড়ো আপডেট, আপনার মোবাইলেও এসেছে কী এই দুটি SMS, জেনে নিন এখনই । Big Update about Ration Card
আপনাদের যাদের রেশন কার্ড (Ration Card) রয়েছে তাদের জন্য একটি বড়ো খবর। বর্তমানে প্রত্যেকেই নিজের আঙুলের ছাপ দিয়ে রেশন তুলে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে বহু মানুষ ও রেশন ডিলারদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনও হাতের ছাপ মিলছে না, কখনও বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যা। এরফলে সাধারণ নাগরিক ও ডিলার উভয়েই ভোগান্তির শিকার হচ্ছেন।
সেইজন্যই রেশন ডিলাররা খাদ্য দপ্তরের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন। তারা বলছেন যে, বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দিতে গিয়ে বহু মানুষের হাতের ছাপ মিলছে না। সেক্ষেত্রে আধার নম্বর অনুযায়ী রেশন দিতে গেলে অনেকসময় ডিলারদের শোকজের মুখোমুখি হতে হচ্ছে।সেই পরিপ্রেক্ষিতেই উভয়পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, গ্রাহকদের দুই বা তিন আঙুলের ছাপ না মিললে দশ আঙুলেরই হাতের ছাপ নেওয়া যাবে। এবিষয়ে সম্মতিও জানানো হয়েছে ডিলারদের পক্ষ থেকে।
• এছাড়াও অনেকরই মোবাইলে রেশন সংক্রান্ত দুটো SMS এসেছে। চলুন দেখে নেওয়া যাক মেসেজ দুটো,
° প্রথম SMS :- Even if you do not carry ration card with you, you can draw ration from FPS by showing your Aadhaar card – Dept. of Food & Supplies, GoWB
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে পাঠানো এই SMS টির মানে হলো, যদি আপনি নিজের সাথে রেশন কার্ড নাও নিয়ে যান তাহলেও আপনি রেশন ডিলারদের থেকে নিজের আধার কার্ড দেখিয়ে রেশন তুলতে পারবেন।
° দ্বিতীয় SMS :- You can draw ration from any ration shop of your choice within West Bengal. Link Aadhaar with Ration Card to get this service – Dept. of Food & Supplies GoEB
খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে পাঠানো এই SMS টির মানে হলো, আপনি পশ্চিমবঙ্গের যেকোনো রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন। এই সুবিধা পাওয়ার জন্য আপনার আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে লিংক করতে হবে। যদি আপনার আগে থেকেই আধার ও রেশন কার্ডের লিংক করা থাকে তাহলে পুনরায় লিংক করার কোনো দরকার নেই।
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।