স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে?
আমরা অনেকেই এই স্কলারশিপের জন্য অপেক্ষা করে আছি। নির্দিষ্ট একটা নাম্বারের বেসিসে এই স্কলারশিপে এপ্লাই করা যায়। এই স্কলারশিপের আন্ডারে থাকা কন্যাশ্রীর টাকা প্রায় সকলে পেয়ে গিয়েছে। তাই এই স্কলারশিপের বাকিরা চিন্তায় পরে গিয়েছে তারা টাকা কবে পাবে। তবে চলুন আজ দেখে নেওয়া যাক আপনি কবে টাকা পাবেন।
স্বাভাবিকভাবে এই স্কলারশিপের টাকা এখনো কেউ পাইনি (কন্যাশ্রী বাদ দিয়ে)। বিভিন্ন মানুষের স্ট্যাটাসে বিভিন্ন রকম দেখাচ্ছে। আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা দেখে নিন। যতটা জানা গিয়েছে ভোটের জন্য ও ফান্ড সমস্যার জন্য এই স্কলারশিপ খুব ধীরে ধীরে এগোচ্ছে। আর এই স্কলারশিপের একটি বৈশিষ্ট্য বেশি % নাম্বার থেকে কম % নাম্বারে এটি দেওয়া হয়।
যাইহোক তবে চলুন দেখে নেওয়া যাক স্ট্যাটাস, সবার প্রথমে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইট svmcm.wbhed.gov.in এ যান। তারপর রেজিষ্টেশন এর ঠিক পাশে থাকা Applicant Login এ ক্লিক করুন।
এবং তথ্য দিয়ে নিজের আইডিটি লগিন করে নিন। লগিন করার পরই আপনার স্কলারশিপের স্টাটাস ফর্ম খুলে যাবে যেখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ফর্মটি এখন ঠিক কোন অবস্থায় আছে।
এরকম আরো তথ্য পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Whatsapp