Mobile Recharge Offer – 100 টাকার কমে সারা মাসের মোবাইল খরচ, কলিং ও নেট দুটোই পাবেন।
Mobile Recharge Offer – এই রিচার্জে আর কি কি সুবিধা পাবেন, জানতে হলে পড়ুন বিস্তারিত
মাত্র ১৬ টাকাতেই ২ জিবি ডাটা এবার মার্কেটে চলে এলো এক নতুন ধামাকাদার রিচার্জ প্লান (Mobile Recharge Offer)। জিও এয়ারটেলকে দুই গোল দেবে এবার সরকারি সংস্থা BSNL। জিও এয়ারটেল মার্কেটে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে ডেটাতে। জিও সম্প্রতি তাদের 5G পরিষেবা চালুও করেছে। কিন্তু এই সব বেসরকারি টেলিকম সংস্থাগুলির উত্তোরত্তর মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের কপালে ভাঁজ পড়েছে।
তাদের কলের সাথে ডাটারও দাম বাড়িয়েছে হুড়হুড়িয়ে। বলাই যায় ডাটা ছাড়া আর কোনো প্যাকই রাখেনি তারা। শুধুমাত্র তাই নয় মেসেজ ওটিপি এইজন্যই আনলিমিটেড প্যাক রিচার্জে একপ্রকার বাধ্য করেছে। একমাত্র BSNL এখনও অবধি মানুষের সাধ্যের মধ্যে (Mobile Recharge Offer)। তারা ভারতের কিছু শহরে কিছুদিন 4G পরিষেবার উদ্বোধন করেছে।
তাক লাগানো নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করলো জিও। রোজ পাওয়া যাবে আনলিমিটেড ডেটা সহ কলিংএর সুবিধা।
কিন্তু দাম যতই বৃদ্ধি পাক কোনো মানুষ নেট ছাড়া তো আর চলতে পারেনা। আর এই বিপদে পড়াটাকেই যেকনো দেশের বড়ো কোম্পানি কাজে লাগাতে চাইছে।
BSNL দিচ্ছে ৯৮ টাকায় ২ জিবি করে ডাটা প্রতিদিন। এই প্যাকে কোনো কল সুবিধা নেই। আবার ১৬টাকায় ২জিবি করে ডাটা রিচার্জ করেও বুস্ট করতে পারেন ডাটা।
৯৪ টাকার প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে সংস্থা (Mobile Recharge Offer)। তার সাথে ২০০ মিনিট ভয়েস কল দিচ্ছে এবং ৩ জিবি ডেটাও ফ্রী তে পাওয়া যাচ্ছে।
৯৭ টাকায় ১৫ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কল। ২ জিবি করে ডাটা পাওয়া যাবে প্রত্যেকদিন।
এত সস্তায় আর কোনো কোম্পানি কোনো প্ল্যান দিতে পারবেনা (Mobile Recharge Offer)। অনেকেই ভারতবর্ষে এখনো স্মার্টফোন ব্যাবহার করেনা। তাদের জন্য ছোটো প্ল্যানগুলি কাজে লাগে বেশি। কিন্তু বাধ্য হয়েই করতে হয় বড়ো প্ল্যানের রিচার্জ। এই অবস্থায় BSNL এই প্ল্যানগুলি সবাই রিচার্জ করতে চাইবে। এখনও তারা তাদের পরিষেবা গ্রামের দিকেও অনেক উন্নত করেছে।
Jio Recharge এর এই নতুন রিচার্জ প্লান হিলিয়ে দিলো AirTel, VI কে, এক রিচার্জে কুপোকাত।