Caste Certificate Download – বাড়িতে বসেই নিজের কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে, জেনে নিন।
পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া শ্রেণীর আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের সহায়তা করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে নানাধরনের প্রকল্প, স্কলারশিপ, যোজনা কার্যকরী করা হয়েছে। তবে এই সকল প্রকল্প, যোজনা এমনকী স্কলারশিপের সুবিধা নেওয়ার ক্ষেত্রে রাজ্যের নাগরিকদের বেশ কিছু নথি জমা দিতে হয়। আর এই সমস্ত নথির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নথি হলো জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট।
আর এখন আপনি চাইলেই বাড়িতে বসে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড – Caste Certificate Download করে নিতে পারবেন। তবে বাড়িতে বসে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে বেশ কতোগুলি পদ্ধতি অনুসরণ করতে হবে। আর এই পদ্ধতিগুলি হলো:-
১. প্রথমেই আপনাকে কাস্ট সার্টিফিকেট https://castcertificatewb.gov.in/ -এর অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
২. এরপর আপনাকে Download Certificate অপশনে ক্লিক করতে হবে।
৩. পরবর্তীতে আপনার সামনে যে নতুন ওয়েব পেজটি আসবে তাতে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নম্বর বা সার্টিফিকেট নম্বর, নাম এবং জন্ম তারিখ সঠিকভাবে লিখে Download Certificate অপশনে ক্লিক করতে হবে।
উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি আপনার কাস্ট সার্টিফিকেটটি চলে আসবে (Caste Certificate Download)। এটিকে আপনি সফট্ কপি রূপে নিজের ফোন রেখে দিতে পারবেন অথবা প্রয়োজন অনুসারে প্রিন্ট করেও নিতে পারেন।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, সঠিক তথ্য যাচাই করার মাধ্যমেই সাধারণ নাগরিকদের কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, এই নতুন ব্যবস্থার ফলে একাধারে যেমন সাধারণ মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করার ঝক্কি পোহাতে হবে না, অন্যদিকে তেমনভাবেই সরকারি কর্মীদের সমস্যাও কমবে। এছাড়াও, কোনো কারণবশত নাগরিকদের কাস্ট সার্টিফিকেট হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলেও তারা অত্যন্ত সহজেই বাড়িতে বসেই কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।