National laptop scheme: একাদশ শ্রেণীর ঊর্ধ্বে সকল ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় সরকার দিতে চলেছেন ল্যাপটপ, গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন
শিক্ষার্থী থেকে কৃষক, মহিলা, শিশু এমনকী গর্ভবতী মায়েদের জন্যও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নানাপ্রকার প্রকল্প কার্যকরী করা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কার্যকরী এই প্রকল্পগুলির তালিকায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, মাতৃবন্দনা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা সহ আরও একাধিক প্রকল্পের নাম রয়েছে। তবে এবারে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প সম্পর্কে জানা গিয়েছে যাতে ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ পাবেন। আর তাই আজ আমরা এই পোস্টে উক্ত প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি (National laptop scheme)।
চলুন তবে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
বিভিন্ন রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করার জন্য এবং দেশের পিছিয়ে পড়া জনজাতির ছাত্রছাত্রীরা যাতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার জন্য নতুন একটি স্কিম কার্যকরী করা হয়েছে।
এই স্কিমটি পিএম ন্যাশনাল ল্যাপটপ স্কিম নামে পরিচিত। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে, এই স্কিমের অধীনে একাদশ শ্রেণী থেকে স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হবে। যদিও এই স্ক্রিম সম্পর্কে প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB যে তথ্য দিয়েছে তাতে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছে সমগ্র দেশের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা।
এই বিশেষ পদ্ধতি অবলম্বন করলে ঝামেলা ছাড়াই পাওয়া যাবে তৎকাল টিকিট
PIB এর তরফে এই প্রকল্প সম্পর্কে কি বলা হয়েছে?
সরকার প্রেস ইনফর্মেশন ব্যুরো এর তরফে এই পিএম ন্যাশনাল ল্যাপটপ স্কিম সম্পর্কে জানানো হয়েছে যে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এই বার্তাটি সম্পূর্ণভাবে ভুল এবং বিভ্রান্তিকর। কেন্দ্র সরকার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য এরূপ কোনো প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়নি। এর পাশাপাশি PIB এর পক্ষ থেকে সমগ্র দেশের নাগরিকদের এই সমস্ত ভাইরাল খবরে বিশ্বাস না করে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকরী যেকোনো প্রকল্পের সঠিক তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও আরও বলা হয়েছে যে, এইরূপ যেকোনো প্রকল্প কিংবা স্কিমের অনুদানের জন্য সঠিকভাবে সমস্ত তথ্য না জেনে কোনভাবেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত তথ্য প্রদান করা উচিত নয় নচেৎ যেকোনো রকমের সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি।